হোম > খেলা > ক্রিকেট

রাসেলের চোটে কি কপাল খুলবে সাকিবের

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দ্বিতীয় পর্বে টানা দুই জয়ের পর গতকাল হারের স্বাদ পেয়েছে কলকাতা নাইট রাইডার্স। দল দারুণ ছন্দে থাকায় একাদশে পরিবর্তন আনেনি কলকাতা ম্যানেজমেন্ট। তবে চোটে পড়ায় এবার ছিটকে যেতে পারেন আন্দ্রে রাসেল। 

আবুধাবিতে কাল চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ফিল্ডিংয়ের সময় গোড়ালিতে চোট পান ওয়েস্ট ইন্ডিজের তারকা অলরাউন্ডার রাসেল। ম্যাচের ১৬ তম ওভারে লকি ফার্গুসনের ফুলটস বলে মিড উইকেটে খেলেছিলেন মঈন আলী। বল বাউন্ডারি লাইন স্পর্শ করার আগেই সেটি ঠেকাতে গিয়ে চোট পান রাসেল। এই চোটে আগামীকাল দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে তাঁকে নাও পেতে পারে কলকাতা। তাঁর জায়গায় একাদশে সুযোগ পাওয়ার ক্ষীণ সম্ভাবনা জেগেছে সাকিব আল হাসানের। 

তবে রাসেল পেস বোলিং অলরাউন্ডার আর সাকিব স্পিনিং অলরাউন্ডার হওয়ায় প্রশ্ন থেকেই যাচ্ছে। সে ক্ষেত্রে কলকাতার বিকল্প হতে পারেন বেন কাটিং। অন্যদিকে সাকিবের পজিশনে খেলছেন সুনীল নারিন। দ্বিতীয় পর্বে এখন পর্যন্ত খেলা তিন ম্যাচে ৪ উইকেট পেয়েছেন নারিন। এর দুটিতেই ছিলেন কৃপণ। কাল একটু খরচে হলেও নিয়েছেন ৩ উইকেট। শেষ ওভারে তো কলকাতাকে প্রায় জিতিয়েই দিয়েছিলেন নারিন। রহস্যময় এই স্পিনারের জায়গায় তাই সাকিবের খেলার সম্ভাবনা নেই বললেই চলে। শুধু রাসেলের বিকল্প হিসেবে কাটিং সুযোগ না পেলেই একাদশে ঢুকতে পারেন সাকিব। 

গতকাল ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে কলকাতার পরামর্শক ডেভিড হাসি রাসেলের চোট নিয়ে কথা বলেছেন। সাবেক এই অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান জানিয়েছেন, চোট কতটা গুরুতর সেটি বুঝতে কিছুটা সময় লাগবে, ‘চোট কতটা গুরুতর সেটি এখনই বলা যাবে না। ওকে সুস্থ করে তোলার সব রকম চেষ্টা করা হবে। আশা করি দ্রুত সেরে উঠবে।’ 

‘ভারতের কোনো ভেন্যুতেই খেলবে না বাংলাদেশ’

বাংলাদেশ ইস্যুতে কঠিন চাপে আইসিসি চেয়ারম্যান জয় শাহ

বিপিএলের মাঝপথে বড় ধাক্কা খেল চট্টগ্রাম

এমনি এমনি তো কারও ফোন নেয় না: ফিক্সিং ইস্যুতে বিসিবি পরিচালক

প্যাড পরা অবস্থায় ক্রিকেটারকে জিজ্ঞাসাবাদ করা বাজে হয়েছে: বিসিবির সাবেক নির্বাচক

বাংলাদেশে সাকিব-তামিমদের মতো বিশ্বমানের খেলোয়াড়ের অভাব দেখছেন মঈন

‘শাহরুখের পরিবর্তে চেন্নাই মোস্তাফিজকে নিলে কি ধোনিকে গাদ্দার বলা হতো’

ভারত ইস্যুতে দেশের ক্রিকেটে ‘গৃহবিবাদ’

বয়সী অস্ট্রেলিয়ার ছিল বেশি অভিজ্ঞতাও

চেহারায় খেলা হয় না, খেলা হয় মাঠে: ম্যাচ হেরে রংপুরের কোচ