হোম > খেলা > ক্রিকেট

রশিদ নিজেই জানালেন বাংলাদেশ ছাড়ছেন না 

টানা দুই ম্যাচ হেরে বাংলাদেশের বিপক্ষে সিরিজ হেরেছে আফগানিস্তান। এর মধ্যে তৃতীয় ওয়ানডের আগে আজ হঠাৎ খবর, দল ছাড়ছেন রশিদ খান। এবারের পিএসএলের ফাইনালে উঠেছে তাঁর দল লাহোর কালান্দার্স। আগামীকাল মুলতান সুলতানসের বিপক্ষে মাঠে নামবে দলটি। ফাইনাল খেলতে রশিদের পাকিস্তান যাওয়ার কথা জানায় পাকিস্তানের কয়েকটি সংবাদমাধ্যম। 

যদিও বিষয়টি পুরোপুরি উড়িয়ে দিয়েছেন রশিদ। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে নিজের অবস্থান পরিষ্কার করেছেন এই তারকা লেগ স্পিনার। জাতীয় দলের দায়িত্বকে নিজের প্রথম অগ্রাধিকার জানিয়ে তিনি বলেছেন, ‘জাতীয় দায়িত্বের জন্য আমি ফাইনালের অংশ হতে পারছি না। জাতীয় দলের হয়ে খেলা সব সময় আমার প্রথম অগ্রাধিকার। আমি আমার অধিনায়ক শাহীন শাহ আফ্রিদি এবং সামিন রানার (লাহোর কালান্দার্সের টিম ম্যানেজার) জন্য শুভকামনা জানাচ্ছি।’ 

ফাইনালে খেলতে পারার বিষয়টি দারুণ হতো জানিয়ে রশিদ আরও বলেছেন, ‘ফাইনালে লাহোর কালান্দার্সের অংশ হতে পারাটা দারুণ ব্যাপার হতো।’ পিএসএল থেকেই জাতীয় দলের হয়ে খেলতে বাংলাদেশে আসেন রশিদ। বিদায়বেলায় সতীর্থদের কাছ থেকে ‘গার্ড অব অনার’ নিয়ে বাংলাদেশ আসেন ২৩ বছর বয়সী এই লেগ স্পিনার। টুর্নামেন্টে ৯ ম্যাচ খেলে ১৩ উইকেট নেন রশিদ।

বৃষ্টিতে বৃষ্টিতেই শেষ বাংলাদেশের প্রস্তুতি

‘বিশ্বকাপের আগে বাংলাদেশের সঙ্গে এমন ঘটনা ঘটুক, সেটা চাই না’

আমরা এক ইঞ্চিও নড়ব না, ভারতে যাব না: বিসিবি সহসভাপতি

বিপিএল ছেড়ে আফগানিস্তানের দায়িত্বে টবি র‍্যাডফোর্ড

দক্ষিণ আফ্রিকাকে এবারও ফাইনালে দেখতে চান বাংলাদেশের সাবেক কোচ

যুক্তরাষ্ট্রের ‘পাকিস্তানি’ ক্রিকেটারদের ভিসা প্রত্যাখ্যান করল ভারত

আফগানিস্তানকে চমকে দিয়ে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা

বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু সরাতে বিসিবির সঙ্গে আইসিসির সভা, আসেনি কোনো সিদ্ধান্ত

‘পাকিস্তানে ভারতের না খেলার কোনো যৌক্তিকতা নেই, আইসিসিও অসহায়’

কেমন ব্যাটিং করছেন কোটিপতি নাঈম শেখ