দুয়ারে কড়া নাড়ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এরই মধ্যে ওমানে আছে বাংলাদেশসহ প্রথম রাউন্ডের দলগুলো। ১৭ অক্টোবর শুরু হবে প্রথম রাউন্ড। বিশ্বকাপের জন্য ২০ সদস্যের ম্যাচ অফিশিয়ালদের তালিকা প্রকাশ করেছে আইসিসি।
প্রথম রাউন্ডে বাংলাদেশ খেলবে তিন ম্যাচ। ১৭ অক্টোবর স্কটল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচে মাঠের আম্পায়ার হিসেবে থাকবেন রিচার্ড কেটেলব্রো ও আহসান রাজা। ম্যাচ রেফারি হিসেবে থাকবেন রঞ্জন মাদুগালে। থার্ড আম্পায়ারের দায়িত্ব সামলাবেন ক্রিস গ্যাফানি। চতুর্থ আম্পায়ার হিসেবে থাকছেন কুমার ধর্মসেনা। বাংলাদেশের বাকি দুই ম্যাচ ওমান আর পাপুয়া নিউগিনির বিপক্ষেও ঘুরেফিরে এরাই দায়িত্বে থাকবেন।
সেমিফাইনালের ও ফাইনাল ছাড়া ২০ সদস্যের ম্যাচ অফিশিয়ালের মধ্যে ম্যাচ রেফারি হিসেবে থাকবেন চারজন। বাকি ১৬ জন আম্পায়ারের দায়িত্ব পালন করবেন। এদের মধ্যে আলিম দার, মারাইস এরাসমাস ও রড টাকার টি-টোয়েন্টি বিশ্বকাপের সবগুলো আসরেই দায়িত্ব পালন করেছেন। এটি তাঁদের ষষ্ঠ টি-টোয়েন্টি বিশ্বকাপ।