হোম > খেলা > ক্রিকেট

শান্তর নেতৃত্বে নিউজিল্যান্ড সফর, ফিরেছেন সৌম্য-আফিফ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে চলমান সিলেট টেস্ট দারুণ খেলছে বাংলাদেশ। ভবিষ্যতের অধিনায়ক হিসেবে শান্তর ওপর আস্থা রাখছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ডিসেম্বরে নিউজিল্যান্ড সফরে বাংলাদেশ ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে শান্তর নেতৃত্বেই। 

আজ নিউজিল্যান্ড সফরে দুই সংস্করণের দল ঘোষণা করেছে বাংলাদেশ। সেখানে শান্তর ডেপুটি হিসেবে রাখা হয়েছে মেহেদী হাসান মিরাজ। ওয়ানডে দলে ওপেনার হিসেবে আছেন বিশ্বকাপে ধারাবাহিক ব্যর্থ তানজিদ হাসান তামিম। এনামুল হক বিজয়ও আছে এই দলে। ফেরানো হয়েছে আফিফ হোসেন ধ্রুব আর সৌম্য সরকারকে। নিউজিল্যান্ডের কন্ডিশনে রেকর্ড ভালো বলেই সৌম্যকে রাখা বলে জানালেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। নিউজিল্যান্ড সফরে সুযোগ দেওয়া হয়েছে রিস্ট স্পিনার রিশাদ হোসেনকেও। ওয়ানডে দলে নতুন মুখ হিসেবে আছেন বাঁহাতি স্পিনার রাকিবুল হাসান।

আর কাঁধের চোট থেকে সেরে না ওঠায় এই দলে থাকতে পারেননি মাহমুদউল্লাহ। নিউজিল্যান্ডে ৩টি ওয়ানডে ও ৩টি টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশ রওনা দেবে ১১ ডিসেম্বর। 

বাংলাদেশ ওয়ানডে দল
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, এনামুল হক বিজয়, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, লিটন দাস, আফিফ হোসেন, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ (সহ অধিনায়ক), মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ, রিশাদ হোসেন ও রকিবুল হাসান। 

বাংলাদেশ টি-টোয়েন্টি দল
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, রনি তালুকদার, তাওহীদ হৃদয়, শামীম হোসেন, আফিফ হোসেন, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ (সহঅধিনায়ক), শেখ মেহেদী হাসান, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, হাসান মাহমুদ, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তানজিম হাসান সাকিব। 

নিউজিল্যান্ড সফরের সূচি

ওয়ানডে সিরিজ
১৭ ডিসেম্বর: ১ম ওয়ানডে, ডানেডিন, শুরু বাংলাদেশ সময় ভোর ৪টা
২০ ডিসেম্বর: ২য় ওয়ানডে, নেলসন, শুরু বাংলাদেশ সময় ভোর ৪টা
২৩ ডিসেম্বর: ৩য় ওয়ানডে, নেপিয়ার, শুরু বাংলাদেশ সময় ভোর ৪টা

টি-টোয়েন্ট সিরিজ
২৭ ডিসেম্বর: ১ম টি-টোয়েন্টি, নেপিয়ার, শুরু বাংলাদেশ সময় দুপুর ১টা ১০
২৯ ডিসেম্বর: ২য় টি-টোয়েন্টি, মাউন্ট মঙ্গানুই, শুরু বাংলাদেশ সময় দুপুর ১টা ১০
৩১ ডিসেম্বর: ৩য় টি-টোয়েন্টি,   মাউন্ট মঙ্গানুই, শুরু বাংলাদেশ সময় ভোর ৬টা

বৃষ্টিতে বৃষ্টিতেই শেষ বাংলাদেশের প্রস্তুতি

‘বিশ্বকাপের আগে বাংলাদেশের সঙ্গে এমন ঘটনা ঘটুক, সেটা চাই না’

আমরা এক ইঞ্চিও নড়ব না, ভারতে যাব না: বিসিবি সহসভাপতি

বিপিএল ছেড়ে আফগানিস্তানের দায়িত্বে টবি র‍্যাডফোর্ড

দক্ষিণ আফ্রিকাকে এবারও ফাইনালে দেখতে চান বাংলাদেশের সাবেক কোচ

যুক্তরাষ্ট্রের ‘পাকিস্তানি’ ক্রিকেটারদের ভিসা প্রত্যাখ্যান করল ভারত

আফগানিস্তানকে চমকে দিয়ে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা

বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু সরাতে বিসিবির সঙ্গে আইসিসির সভা, আসেনি কোনো সিদ্ধান্ত

‘পাকিস্তানে ভারতের না খেলার কোনো যৌক্তিকতা নেই, আইসিসিও অসহায়’

কেমন ব্যাটিং করছেন কোটিপতি নাঈম শেখ