হোম > খেলা > ক্রিকেট

ওয়ার্ন-মার্শের জন্য বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচে এক মিনিট নীরবতা

নিজস্ব প্রতিবেদক

২৪ ঘণ্টার ব্যবধানে অস্ট্রেলিয়ার দুই কিংবদন্তি ক্রিকেটারের মৃত্যু হয়েছে। দুই অস্ট্রেলিয়ান তারকা রড মার্শ ও শেন ওয়ার্নের মৃত্যুতে শোকহত পুরো ক্রিকেট বিশ্ব। চলমান নারী বিশ্বকাপ, ভারত-শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়া-পাকিস্তান টেস্টের পর এবার তাদের স্মরণে শোক জানিয়ে এক মিনিট নীবরতা পালন করেছে বাংলাদেশ।

আফগানিস্তান-বাংলাদেশ টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচ শুরুর আগে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর তাঁর জন্য শোক জানিয়ে কালো বেজ পরে মাঠে নামেন বাংলাদেশ ও আফগানিস্তানের ক্রিকেটাররা।

এর আগে গতকাল রাতে শেন ওয়ার্ন ও রডনি মার্শের মৃত্যুতে শোক প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিবৃতিতে বিসিবি লিখেছে, শেন ওয়ার্ন ও রডনি মার্শের মৃত্যুর শোকে কাতর অস্ট্রেলিয়ার ক্রিকেটাঙ্গন, ক্রিকেটার, ভক্ত-সমর্থক ও অনুরাগীদের সঙ্গে বিসিবিও সমবেদনা প্রকাশ করছে।

গতকাল শুক্রবার রাতে অস্ট্রেলিয়ান কিংবদন্তি লেগ স্পিনার শেন ওয়ার্ন ৫২ বছর বয়সেই পৃথিবী থেকে বিদায় নিলেন। সাবেক এই স্পিনার হার্ট অ্যাটাকে মারা গেছেন বলে জানিয়েছে ফক্স স্পোর্টস। শেন ওয়ার্নের ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়েছে, শুক্রবার থাইল্যান্ডের কোহ সামুইয়ে মারা গেছেন তিনি।

টালমাটাল অবস্থায় দেশের ক্রিকেট

সমাধান হয়েছে বিপিএল-ইস্যুর, শুক্রবার থেকেই খেলা

বর্জনের ঘোষণা থেকে সরে খেলায় ফিরতে চান ক্রিকেটাররা

দেশের ক্রিকেটে ঐক্যের ডাক দিলেন ক্রীড়া উপদেষ্টা

বিপিএল কি তাহলে স্থগিত হচ্ছে

সরকার আমাদের টাকা দেয় না, বরং আমরাই সরকারকে ট্যাক্স দিই: মিরাজ

বিপিএলে সময়মতো হচ্ছে না রাজশাহী-সিলেট ম্যাচও

পরিচালক পদ থেকে কেন নাজমুলকে সরিয়ে দিতে পারেনি বিসিবি

নাজমুলকে অর্থ কমিটি থেকে সরিয়ে দিল বিসিবি

বিসিবি পরিচালক নাজমুল পদত্যাগ না করলে খেলবেনই না ক্রিকেটাররা