হোম > খেলা > ক্রিকেট

বাবরকে হটিয়ে ৩ হাজারের সিংহাসনে ফখর

বাবর আজমের নেতৃত্বে খেললেও সাম্প্রতিক সময়ে পাকিস্তানের ম্যাচের নেতা ফখর জামান। একের পর এক ম্যাচ জিতিয়ে দেশের ক্রিকেটের নায়ক এখন পাকিস্তানের ওপেনার।

নায়ক হওয়ার পথে আবার বেশ কিছু রেকর্ডও গড়ছেন ফখর। পাকিস্তানের হয়ে গতকাল ১৮০ রানের অবিশ্বাস্য ইনিংস খেলার পথে ওয়ানডের ৩ হাজার রানের ক্লাবে রাজা তিনি। দেশের হয়ে দ্রুততম রানের এই রেকর্ড গড়েছেন তিনি। ৬৭ ইনিংসে ৩ হাজার রানের সিংহাসনে বসেছেন এই ওপেনার। আগের রেকর্ডটি ছিল বাবরের। ৬৮ ইনিংসে এই মাইলফলক অর্জন করেছিলেন পাকিস্তানের অধিনায়ক।

পাকিস্তানের হয়ে দ্রুততম হলেও সব মিলিয়ে যৌথভাবে দ্বিতীয় ফখর। তাঁর মতো সমান ৬৭ ইনিংসে ৩ হাজার রান করেছেন ওয়েস্ট ইন্ডিজের শাই হোপও। আর এই দুজনের চেয়ে ১০ কমে ৫৭ ইনিংসে এই ক্লাবের রাজা হচ্ছেন দক্ষিণ আফ্রিকার ওপেনার হাশিম আমলা।

এই রেকর্ডে বাবরকে পেছনে ফেললেও আরেক কীর্তিতে অধিনায়কের পাশে বসেছেন ফখর। গতকাল ওয়ানডেতে টানা তৃতীয় সেঞ্চুরি মেরেছেন তিনি। তিনটিই কিউইদের বিপক্ষে। এই কীর্তি অবশ্য দুবার করেছেন বাবর। ২০১৬ সালে ক্যারিবিয়ানদের বিপক্ষে টানা ৩ সেঞ্চুরি করার পর ২০১৯ ও ২০২২ সালে মিলিয়ে দ্বিতীয়বারের মতো একই কীর্তি গড়েন তিনি। প্রথম দুটি অস্ট্রেলিয়ার বিপক্ষে করার পর তুলির শেষ আঁচড় দেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।

বাবর-ফখরের মতো এই কীর্তি রয়েছে আরও ১০ ব্যাটারের। এর মধ্যে কুমার সাঙ্গাকারা আবার টানা ৪ সেঞ্চুরি করা একমাত্র ব্যাটার। ২০১৫ সালের বিশ্বকাপে এই রেকর্ডটি গড়েন শ্রীলঙ্কার কিংবদন্তি।

ফখরের দুর্দান্ত ইনিংসের কাছে ম্লান হয়েছে নিউজিল্যান্ডের ব্যাটার ড্যারিল মিচেলের টানা দ্বিতীয় সেঞ্চুরি। তাঁর ১২৯ ও অধিনায়ক টম লাথামের ৯৮ রানের ইনিংসে ভর করে ৫ উইকেটে ৩৩৬ রান করেও টানা দ্বিতীয় ওয়ানডেতে হারল কিউইরা। ৩৩৭ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ১০ বল হাতে রেখে ৭ উইকেটের জয় পায় পাকিস্তান। প্রথমটির মতো দ্বিতীয় ম্যাচেও বিধ্বংসী সেঞ্চুরি করে কিউইদের জয়ের আশা ভেস্তে দেন ১৮০ রানের ইনিংস খেলা ফখর। তাঁকে যোগ্য সঙ্গ দিয়েছেন ম্যাচে ফিফটি করা বাবর ও মোহাম্মদ রিজওয়ান। এ জয়ে পাঁচ ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেছে পাকিস্তান।

টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে লঙ্কান ডেরায় মালিঙ্গা

বিপিএলের সূচিতে ফের পরিবর্তন আনল বিসিবি

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দুশ্চিন্তায় পাকিস্তান

খালেদা জিয়ার প্রয়াণে কাঁদলেন বিসিবি সভাপতি

গম্ভীরকে কি তাহলে বরখাস্ত করতে যাচ্ছে ভারত

বিপিএলে স্থগিত হওয়া ২ ম্যাচের সূচি জানাল বিসিবি

চোট নিয়ে ইংল্যান্ডের বিশ্বকাপ দলে আর্চার

জাতীয় দলে আর খেলার ‘শখ’ নেই সাকিবের

খালেদা জিয়ার মৃত্যুতে সাকিব-তামিমদের শোকবার্তা

খালেদা জিয়ার মৃত্যুতে ক্রীড়াঙ্গনের শোক