হোম > খেলা > ক্রিকেট

৩৪ মাস পর টি-টোয়েন্টি দলে নাঈম শেখ, ফিরলেন সাইফউদ্দিনও

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ওয়ানডের পর টি-টোয়েন্টি দলেও ফিরলেন নাঈম শেখ। ছবি: বিসিবি

আগেই ধারণা করা হয়েছিল, শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বেশ কিছু পরিবর্তন আসবে। আজ সন্ধ্যায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে। ৩৪ মাস পর টি-টোয়েন্টি দলে ফিরেছেন নাঈম শেখ। ২০২২ সালের আগস্টে সবশেষ টি-টোয়েন্টি খেলেছিলেন তিনি।

দলে রয়েছে একাধিক পরিবর্তন। এক বছর পর টি-টোয়েন্টি দলে স্কোয়াডে ফিরেছেন মোহাম্মদ সাইফউদ্দিন। পাকিস্তান সিরিজের দলে থাকা নাজমুল হোসেন শান্ত, তানভীর ইসলাম, হাসান মাহমুদ ও নাহিদ রানা বাদ পড়েছেন। ইনজুরি ছাড়া দীর্ঘদিন পর শান্ত বাদ পড়লেন কোনো টি-টোয়েন্টি স্কোয়াড থেকে, যা কিছুটা চমকই বলা যায়।

অন্যদিকে ওয়ানডে দলে থাকা তাসকিন আহমেদ আছেন টি-টোয়েন্টি দলেও। দলে ফিরেছেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ। যিনি আরব আমিরাত ও পাকিস্তান সিরিজের দলে ছিলেন না। মোস্তাফিজুর রহমানও পাকিস্তান সিরিজে ছিলেন না আইপিএলের কারণে।

ওয়ানডে স্কোয়াডে জায়গা না পাওয়া সৌম্য সরকার রংপুর রাইডার্সের হয়ে খেলবেন গ্লোবাল টি-টোয়েন্টি লিগে। তাই তাঁর অনুপস্থিতি প্রত্যাশিতই ছিল।

১০ জুলাই ক্যান্ডিতে হবে সিরিজের প্রথম টি-টোয়েন্টি। ডাম্বুলায় দ্বিতীয় টি-টোয়েন্টি ১৩ জুলাই ও কলম্বোয় ১৬ জুলাই হবে তৃতীয় টি-টোয়েন্টি। সব ম্যাচ শুরু বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়।

বাংলাদেশের টি-টোয়েন্টি দল: লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, মোহাম্মদ নাঈম শেখ, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও মোহাম্মদ সাইফউদ্দিন।

ভারতের দুর্বলতা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন হরভজন

সাকিবের রেকর্ড ভেঙে আইসিসির সেরাদের তালিকায় তাইজুল

নিজেদের ইতিহাস নতুন করে লেখার সামনে এখন ওয়েস্ট ইন্ডিজ

নিলামের আগেই জানা গেল আইপিএলে কত ম্যাচ খেলবেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার

নতুন লিগ খেলতে আমিরাতে যাচ্ছেন মোস্তাফিজ

বিশ্বকাপের আগে দলে বেশি পরিবর্তন চান না লিটন

প্রথম দিনেই কি হার এড়ানোর বন্দোবস্ত করে ফেলল ইংল্যান্ড

পেইনকিলার নেওয়ার পরও শঙ্কায় ইংল্যান্ডের ক্রিকেটার

১ যুগের অপেক্ষা ঘুচিয়ে অস্ট্রেলিয়ায় রুটের প্রথম সেঞ্চুরি, বাকি রইল বাংলাদেশ

১৪ বছর পর ভারতের এই ঘরোয়া টুর্নামেন্টে খেলছেন রোহিত