হোম > খেলা > ক্রিকেট

তামিম-মুশফিকদের দলে এবার শান্ত, লিটন-মাশরাফি কোথায়

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নতুন মৌসুম সামনে রেখে প্লেয়ার্স ড্রাফটের আগেই খেলোয়াড় ধরে রাখা ও সরাসরি সাইনিংয়ের কাজ সেরে রাখে ফ্র্যাঞ্চাইজিগুলো। তবে ‘এ’ ক্যাটাগরিতে নাম থাকলেও নাজমুল হোসেন শান্ত দল পাচ্ছিলেন না। অবশেষে আজ প্লেয়ার্স ড্রাফট থেকে দল পেলেন বাংলাদেশ অধিনায়ক। 

রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আজ বাংলাদেশ সময় ১১টায় শুরু হয়েছে বিপিএলের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠান। ড্রাফটে প্রথম দুই দফা শান্তর নামই ওঠানো হয়নি। তৃতীয়বার তাঁকে নিয়েছে ফরচুন বরিশাল। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আগেই ধরে রেখেছে তামিম ইকবাল ও মুশফিকুর রহিমকে।   

শান্তর দল পেতে অপেক্ষা করতে হলেও ড্রাফট থেকে দ্রুতই দল পেয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ, মাশরাফি বিন মর্তুজা, লিটন দাসের মতো তারকারা। প্রথম ডাকে মাহমুদউল্লাহ, লিটন ও তাসকিনকে নিয়েছে ফরচুন বরিশাল, ঢাকা ক্যাপিটালস ও দুর্বার রাজশাহী। মাশরাফিকে দ্বিতীয় ডাকে নিয়েছে সিলেট স্ট্রাইকার্স। সবশেষ ২০২৪  বিপিএলেও মাশরাফি সিলেটের হয়েই খেলেছিলেন। সেই বিপিএলেই বরিশালকে চ্যাম্পিয়ন করার অন্যতম কারিগর ছিলেন মাহমুদউল্লাহ।
ড্রাফট অনুষ্ঠানে এসেছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদসহ নাজমুল আবেদীন ফাহিম,  আকরাম খানের মতো বোর্ড পরিচালকেরা।  এসেছেন শাকিব খান, মামনুন ইমনের মতো বাংলাদেশের তারকা অভিনেতারাও। এবারে ঢাকা ক্যাপিটালস দলের সত্ত্বাধিকারী শাকিব খান। ফরচুন বরিশাল, ঢাকা ক্যাপিটালস, চিটাগং কিংস, দুর্বার রাজশাহী, সিলেট স্ট্রাইকার্স, রংপুর রাইডার্স, খুলনা টাইগার্স-এই সাত দল অংশ নেবে বিপিএলের ১১তম মৌসুমে। 

লিটন, মাহমুদউল্লাহ, মুশফিক, শান্ত, সাকিবদের নাম ছিল ‘এ’ ক্যাটেগরিতে। সর্বোচ্চ ক্যাটেগিরর ক্রিকেটারদের দাম ৬০ লাখ টাকা। সাকিবকে সরাসরি চুক্তিতে প্লেয়ার্স ড্রাফটের আগেই নিয়েছে চিটাগং কিংস। 

বিপজ্জনক বোলিংয়ে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচের সেই ঘটনা মনে করিয়ে দিলেন আফ্রিদি

বর্তমান ক্রিকেটারদের আগ্রাসনের অভাব দেখছেন শোয়েব

আফগানদের বিদায়ে সেমিফাইনালে বাংলাদেশ-শ্রীলঙ্কা

প্রস্তাব পেলে কি বিসিবিতে কাজ করবেন শোয়েব আখতার

শোয়েব আখতার বলছেন, তাসকিন আমার রেকর্ড ভেঙে দিক

পিএসএল শুরুর দিনক্ষণ চূড়ান্ত, পেছাচ্ছে পাকিস্তানের বাংলাদেশ সফর

বন্ডাই বিচে হামলার পর অ্যাশেজে নিরাপত্তা নিয়ে শঙ্কিত অস্ট্রেলিয়া-ইংল্যান্ড

নেপালকে বিধ্বস্ত করে সেমির আরও কাছে বাংলাদেশ

ভারতকে গুঁড়িয়ে আইসিসির সেরা হারমার

সেমিফাইনালের পথে বাংলাদেশ