হোম > খেলা > ক্রিকেট

‘স্মার্ট ক্রিকেট’ না খেলার আক্ষেপ শান্তর

টি-টোয়েন্টিতে বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতা এখন যেন খুব পরিচিত দৃশ্য। ক্রাইস্টচার্চে আজ নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ব্যাটাররা বাজেভাবে ব্যর্থ হয়েছেন। স্কোরবোর্ডে পর্যাপ্ত রান না ওঠার আক্ষেপ নাজমুল হোসেন শান্তর কণ্ঠে। তিনি মনে করেন, বাংলাদেশ আজ নিউজিল্যান্ডের বিপক্ষে 'স্মার্ট ক্রিকেট' খেলতে পারেনি।

প্রায় দুই মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন শান্ত। ওপেনিংয়ে মেহেদী হাসান মিরাজের সঙ্গে জুটি বেঁধেছেন। ১২ রানে উদ্বোধনী জুটি ভেঙে গেলেও লিটনকে সঙ্গে নিয়ে দারুণভাবে এগোতে থাকেন শান্ত। ৮ম ওভারে লিটন বিদায় নিলে দ্বিতীয় উইকেটের ৪১ রানের জুটি ভেঙে যায়। ঠিক পরের ওভারেই ৩৩ রান করা শান্ত বিদায় নেন। এখান থেকেই বাংলাদেশ নিয়মিত বিরতিতে উইকেট হারানো শুরু করে। শান্ত মনে করেন, এখানেই তাঁরা পিছিয়ে গেছেন। বাংলাদেশের বাঁহাতি ব্যাটার বলেন, ‘মাঝের ওভারে পরপর উইকেট দিয়েছি। প্রথম ইনিংসে উইকেট এত সহজও ছিল না। আরেকটু স্মার্ট ক্রিকেট খেললে আরেকটু বড় স্কোর হতো পারত। মাঝখানে আরও ভালো ব্যাট করার সুযোগ ছিল।’

টস জিতে বাংলাদেশকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় নিউজিল্যান্ড। ২০ ওভারে ৮ উইকেটে বাংলাদেশ করে ১৩৭ রান। শান্তর মতে, শিশির পড়ায় আগে ব্যাটিং করা কঠিন ছিল। আর বাংলাদেশের পরের ম্যাচ দুটো সকালে হওয়াতে শান্ত খুব আশাবাদী। বাঁহাতি ওপেনার বলেন, ‘শিশিরের কারণে শুরুতে ব্যাটিং করা সহজ ছিল না। দ্বিতীয় ইনিংসে ব্যাটিং দেখে সহজই মনে হল। তখন আবার স্পিনারদের কাজ সহজ ছিল না। আমার মনে হয়, দিনের ম্যাচগুলো আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। দুই ইনিংসে এত তারতম্য থাকবে না।’ 

বিদেশি লিগে বেশি খেলতে পারবেন না আফগান ক্রিকেটাররা

ক্রিকেটারদের বিপিএল ‘বয়কট’, হচ্ছে না নোয়াখালী-চট্টগ্রামের ম্যাচ

ক্রিকেটারদের কাছে টাকা ফেরত চাওয়া পরিচালকের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে বিসিবি

মিচেলের সেঞ্চুরিতে ভারতকে হারিয়ে সমতায় নিউজিল্যান্ড

দেশের ক্রিকেটারদের খেলা বন্ধের হুমকি

ক্রিকেটারদের টাকা চাওয়া পরিচালকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেবে বিসিবি

রিশাদদের হাতের নাগালে থাকা জয় কেড়ে নিলেন পাকিস্তানি পেসার

ক্রিকেটাররা তো কিছুই করতে পারে না, আমরা কি টাকা ফেরত চাচ্ছি: বিসিবি পরিচালক

‘বাংলাদেশ বিশ্বকাপে না খেললে বিসিবির কোনো ক্ষতি হবে না’

বিশ্বকাপের ইস্যু বিসিবি ঠিকভাবেই দেখছে, বিশ্বাস তানজিদের