হোম > খেলা > ক্রিকেট

উইন্ডিজে এখন পর্যন্ত ভালো অবস্থানে আছে বাংলাদেশ দল, জানালেন শান্ত

কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে একটু আগেভাগেই ওয়েস্ট ইন্ডিজে গেছে বাংলাদেশ দলের একটা বড় অংশ। এই সফরে তিন সংস্করণেই পূর্ণাঙ্গ সিরিজ খেলবে বাংলাদেশ। ওই কন্ডিশনে নিজেদের মানিয়ে নিতে তাই বেশ ভালো সময় পেয়েছেন মুমিনুল হক, নাজমুল হোসেন শান্তরা।

কিছুটা সময় পাওয়ায় প্রস্তুতির আগে ভ্রমণক্লান্তিও কাটিয়ে উঠতে পেরেছেন ক্রিকেটাররা। এক ভিডিও বার্তায় শান্ত সে কথা জানিয়েছেন। ২৩ বছর বয়সী এক ওপেনার বলেছেন, ‘আলহামদুলিল্লাহ, একটা ইতিবাচক দিক ছিল যে আমরা কজন আগে এসেছি। আগে আসার কারণে যে জিনিসটা হয়েছে, যেহেতু অনেক দূর বাংলাদেশ থেকে এসেছি, জেট লেগের যে ব্যাপারটা ছিল, সেটা কাটিয়ে উঠতে পেরেছি আমরা। আগে আসার কারণে আমরা জিমটিমও করেছি, একটু ফানি গেমসটেমসও খেলছি। সব মিলিয়ে এখানে মানিয়ে নেওয়ার যে ব্যাপারটা, ওটা ভালো হয়েছে।’ 

মূল লড়াইয়ের আগে আজ তিন দিনের প্রস্তুতি ম্যাচে উইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল। তার আগে এই কদিন প্রস্তুতিটা কেমন হলো সে কথা জানিয়ে শান্ত বলেছেন, ‘আজকে (গতকাল) আমাদের প্রথম অনুশীলন সেশন ছিল। খুব ভালো অনুশীলন হয়েছে, ফিল্ডিং, ব্যাটিং সেশনও করেছি। আলহামদুলিল্লাহ, এখনো পর্যন্ত খুব ভালো অবস্থানে আছি। আমাদের একটা প্রস্তুতি ম্যাচও আছে। আশা করছি খুব ভালোভাবে মানিয়ে নিতে পারব।’

আফগানিস্তান কি এবারও টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল খেলবে

বিপিএল থেকে কেন বাদ চট্টগ্রাম, ব্যাখ্যা দিল বিসিবি

সবুজসংকেত পেয়েও সাকিবের দেশে না ফেরার ব্যাখ্যায় বিসিবি যা বলছে

রুটের ঘাড়ে নিশ্বাস ফেলছেন ব্রুক

রশিদের নেতৃত্বেই বিশ্বকাপ খেলবে আফগানিস্তান, আরও যাঁরা আছেন

বিপিএলের চট্টগ্রাম-পর্ব বাদ দিল বিসিবি

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য বিশেষ দোয়া

অ্যাশেজে ক্রিকেটারদের মদ্যপান নিয়ে তদন্তে কী পেল ইংল্যান্ড

দুই উপদেষ্টার ‘গ্রিন সিগন্যাল’ পেয়েও দেশে আসতে পারেননি সাকিব

সাত বছর কোমায় থাকার পর লঙ্কান ক্রিকেটারের মৃত্যু