হোম > খেলা > ক্রিকেট

উইন্ডিজে এখন পর্যন্ত ভালো অবস্থানে আছে বাংলাদেশ দল, জানালেন শান্ত

কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে একটু আগেভাগেই ওয়েস্ট ইন্ডিজে গেছে বাংলাদেশ দলের একটা বড় অংশ। এই সফরে তিন সংস্করণেই পূর্ণাঙ্গ সিরিজ খেলবে বাংলাদেশ। ওই কন্ডিশনে নিজেদের মানিয়ে নিতে তাই বেশ ভালো সময় পেয়েছেন মুমিনুল হক, নাজমুল হোসেন শান্তরা।

কিছুটা সময় পাওয়ায় প্রস্তুতির আগে ভ্রমণক্লান্তিও কাটিয়ে উঠতে পেরেছেন ক্রিকেটাররা। এক ভিডিও বার্তায় শান্ত সে কথা জানিয়েছেন। ২৩ বছর বয়সী এক ওপেনার বলেছেন, ‘আলহামদুলিল্লাহ, একটা ইতিবাচক দিক ছিল যে আমরা কজন আগে এসেছি। আগে আসার কারণে যে জিনিসটা হয়েছে, যেহেতু অনেক দূর বাংলাদেশ থেকে এসেছি, জেট লেগের যে ব্যাপারটা ছিল, সেটা কাটিয়ে উঠতে পেরেছি আমরা। আগে আসার কারণে আমরা জিমটিমও করেছি, একটু ফানি গেমসটেমসও খেলছি। সব মিলিয়ে এখানে মানিয়ে নেওয়ার যে ব্যাপারটা, ওটা ভালো হয়েছে।’ 

মূল লড়াইয়ের আগে আজ তিন দিনের প্রস্তুতি ম্যাচে উইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল। তার আগে এই কদিন প্রস্তুতিটা কেমন হলো সে কথা জানিয়ে শান্ত বলেছেন, ‘আজকে (গতকাল) আমাদের প্রথম অনুশীলন সেশন ছিল। খুব ভালো অনুশীলন হয়েছে, ফিল্ডিং, ব্যাটিং সেশনও করেছি। আলহামদুলিল্লাহ, এখনো পর্যন্ত খুব ভালো অবস্থানে আছি। আমাদের একটা প্রস্তুতি ম্যাচও আছে। আশা করছি খুব ভালোভাবে মানিয়ে নিতে পারব।’

বৃষ্টিতে বৃষ্টিতেই শেষ বাংলাদেশের প্রস্তুতি

‘বিশ্বকাপের আগে বাংলাদেশের সঙ্গে এমন ঘটনা ঘটুক, সেটা চাই না’

আমরা এক ইঞ্চিও নড়ব না, ভারতে যাব না: বিসিবি সহসভাপতি

বিপিএল ছেড়ে আফগানিস্তানের দায়িত্বে টবি র‍্যাডফোর্ড

দক্ষিণ আফ্রিকাকে এবারও ফাইনালে দেখতে চান বাংলাদেশের সাবেক কোচ

যুক্তরাষ্ট্রের ‘পাকিস্তানি’ ক্রিকেটারদের ভিসা প্রত্যাখ্যান করল ভারত

আফগানিস্তানকে চমকে দিয়ে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা

বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু সরাতে বিসিবির সঙ্গে আইসিসির সভা, আসেনি কোনো সিদ্ধান্ত

‘পাকিস্তানে ভারতের না খেলার কোনো যৌক্তিকতা নেই, আইসিসিও অসহায়’

কেমন ব্যাটিং করছেন কোটিপতি নাঈম শেখ