হোম > খেলা > ক্রিকেট

সুজন বলছেন, বাংলাদেশের বিপক্ষে ভারত চাপে থাকবে

আফগানিস্তানের বিপক্ষে দাপুটে জয়ে বিশ্বকাপ শুরু করেছিল বাংলাদেশ। কিন্তু পরের দুই ম্যাচে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের কাছে বড় ব্যবধানে হার। ভারতের বিপক্ষে ১৯ অক্টোবর নিজেদের চতুর্থ ম্যাচ খেলতে চেন্নাই থেকে আজ পুনে পৌঁছেছেন সাকিব আল হাসানরা। 

বিশ্বকাপের সেমিফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখতে বাকি ছয় ম্যাচে জিততেই হবে বাংলাদেশকে। তবে স্বাগতিক ভারতের বিপক্ষে ম্যাচে সাকিবকে পাওয়া নিয়ে রয়েছে শঙ্কা। গতকাল কিউইদের বিপক্ষ বাম পায়ের ঊরুর সামনে চোট পান বাংলাদেশ অধিনায়ক। 

তারপরও বাংলাদেশের বিপক্ষে ম্যাচে ভারত চাপে থাকবে মনে করেন খালেদ মাহমুদ সুজন। বাংলাদেশ দলের টিম ডিরেক্টর বলেছেন, ‘আমার মনে হয়, আমাদের চেয়ে ভারতের ওপরই বেশি চাপ থাকবে। আমরা গোছানোর সময় পাব। গত ৭ দিনে ৩ ম্যাচ খেলেছি। পরের ২৯ দিনে খেলব ৬ ম্যাচ। পরের ম্যাচ ৬ দিন পর। নতুন করে চিন্তাভাবনা করার সময় পাব। আমাদের হারানোর কিছু নেই। নিজেদের সেরা ক্রিকেট খেলতে হবে। আমাদের সাহস নিয়ে খেলতে হবে। আগ্রাসী ক্রিকেট খেলতে হবে। আগ্রাসী আচরণ না থাকলে এই লেভেলে খেলা কঠিন।’ 

বাংলাদেশ পরাজয়ের বৃত্তে থাকলেও টানা তিন ম্যাচে জিতেছে ভারত। আজ আহমেদাবাদে হাইভোল্টেজ ম্যাচে রোহিত শর্মারা ৭ উইকেটে হারিয়েছে পাকিস্তানকে। দুর্দান্ত ফর্মে আছে টিম ইন্ডিয়ার প্রত্যেকে। তবে সেসব নিয়ে ভাবছেন না সুজন। অতীতের কথা স্মরণ করিয়ে দিলেন তিনি, ‘বাংলাদেশ এর আগে সবাইকে হারিয়েছে, হোক দেশের মাটিতে। নিউজিল্যান্ডকে ওদের মাঠে টেস্ট হারিয়েছি। আমরা পারি না তা না। পারফরম্যান্সের সমন্বয় হচ্ছে না, যেটা আমাদের দরকার। ব্যাটিংয়ে জ্বলে ওঠা দরকার, সঙ্গে বোলিং। বলব না, বোলাররা খারাপ করছে। এখন দুর্বল জায়গা বলতে ব্যাটিং।’

বৃষ্টিতে বৃষ্টিতেই শেষ বাংলাদেশের প্রস্তুতি

‘বিশ্বকাপের আগে বাংলাদেশের সঙ্গে এমন ঘটনা ঘটুক, সেটা চাই না’

আমরা এক ইঞ্চিও নড়ব না, ভারতে যাব না: বিসিবি সহসভাপতি

বিপিএল ছেড়ে আফগানিস্তানের দায়িত্বে টবি র‍্যাডফোর্ড

দক্ষিণ আফ্রিকাকে এবারও ফাইনালে দেখতে চান বাংলাদেশের সাবেক কোচ

যুক্তরাষ্ট্রের ‘পাকিস্তানি’ ক্রিকেটারদের ভিসা প্রত্যাখ্যান করল ভারত

আফগানিস্তানকে চমকে দিয়ে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা

বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু সরাতে বিসিবির সঙ্গে আইসিসির সভা, আসেনি কোনো সিদ্ধান্ত

‘পাকিস্তানে ভারতের না খেলার কোনো যৌক্তিকতা নেই, আইসিসিও অসহায়’

কেমন ব্যাটিং করছেন কোটিপতি নাঈম শেখ