হোম > খেলা > ক্রিকেট

মিরপুরের উইকেটে কোনো রহস্য দেখছেন না সালাউদ্দিন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মিরপুরের উইকেট নিয়ে সমালোচনা অনেক আগেই আকাশ ছুঁয়েছে। এবারের বিপিএলের প্রথম পর্ব হচ্ছে মিরপুরেই। স্বাভাবিকভাবে আলোচনায় মিরপুরের উইকেট। বিপিএলের প্রথম দুই দিনের চার ম্যাচের দিকে তাকালে দুই ধরনের ছবি দেখা যায়। দুপুরের ম্যাচে রান করতে সংগ্রাম করছেন ব্যাটাররা। আর দিনের দ্বিতীয় ম্যাচে ঠিক চার-ছক্কার ফুলঝুড়ি না হলেও রান উঠছে ভালোমতো। 

টুর্নামেন্টে এখন পর্যন্ত একটি ম্যাচ খেলেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। দলটির কোচ মোহাম্মদ সালাউদ্দিন মনে করেন, মিরপুরের উইকেটে কোনো রহস্য নেই। টানা দুই দিন খেলার পর আজ বিরতি চলছে বিপিএলের। দলের অনুশীলনের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সালাউদ্দিন। সেখানে মিরপুরের উইকেট নিয়ে তিনি জানান, ‘উইকেটে কোনো রহস্য নেই। এখানে আসলে শিশির একটা বড় ফ্যাক্টর। রাতের বেলায় উইকেটে যেহেতু শিশির পড়ে তখন বল ব্যাটে চলে যায়। এই কারণে সন্ধ্যার ম্যাচে স্কোরটা বেশি হচ্ছে।’ 

এবারের বিপিএলে স্থানীয় তরুণ খেলোয়াড়দের নিয়ে দল গড়েছে কুমিল্লা। তানভীর ইসলাম, পারভেজ হোসেন ইমন, মাহমুদুল হাসান জয়ের মতো সম্ভাবনাময়ী ক্রিকেটারদের দলে রাখার বড় ভূমিকা সালাউদ্দিনের। এই তরুণদের জন্য বিপিএলকে সুযোগ হিসেবে দেখছেন সালাউদ্দিন, ‘আমরা অনেক তরুণ ছেলেকে দলে নিয়েছি, যাদের ভবিষ্যৎ অনেক ভালো। তারা হয়তো ভবিষ্যতে বাংলাদেশের হয়ে অনেক দিন খেলবে। তারা অনেক মেধাবী। এদের নিয়ে কাজ করা গেলে ভবিষ্যতে ভালো কিছু পাওয়ার আশা করা যায়।’

বাংলাদেশের বিকল্প হিসেবে স্কটল্যান্ডের সঙ্গে কথা হয়নি আইসিসির

রংপুরের বিপক্ষে আক্রমণাত্মক ক্রিকেটের বার্তা সিলেটের

উইজডেনের বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশে মোস্তাফিজ, আরও যাঁরা আছেন

বিসিবিকে ২১ জানুয়ারির ডেডলাইনের ব্যাপারে কিছু বলেনি আইসিসি

ভারত সিরিজের চেয়ে বিপিএলকে বেশি গুরুত্ব দিচ্ছেন নিউজিল্যান্ডের অলরাউন্ডার

বাংলাদেশ না খেললে বিশ্বকাপে স্কটল্যান্ড

বাংলাদেশকে ‘সমর্থন’ জানিয়ে বিশ্বকাপ প্রস্তুতি বন্ধ রাখল পাকিস্তান

আইপিএলের মতো ‘সিস্টেম’ এবার চালু হচ্ছে পিএসএলেও

বিশ্বকাপ দলের পাঁচ তারকা ছাড়াই পাকিস্তানে যাচ্ছে অস্ট্রেলিয়া

বিসিবির দুর্নীতিবিরোধী ইউনিটের কাজে ক্ষুব্ধ সাইফ