হোম > খেলা > ক্রিকেট

শুধুই ফাইনাল খেলাতে নিউজিল্যান্ড থেকে কাকে উড়িয়ে আনলেন তামিমরা

ক্রীড়া ডেস্ক    

শুধুই ফাইনাল খেলতে ঢাকায় এলেন জিমি নিশাম। ছবি: ফরচুন বরিশাল

টানা দ্বিতীয়বার বিপিএলের শিরোপা জিততে ফরচুন বরিশাল আছে এক পা দূরে। মিরপুরে গত রাতে প্রথম কোয়ালিফায়ারে চিটাগং কিংসকে ৯ উইকেটে হারিয়ে সরাসরি ফাইনালে উঠল তামিম ইকবালের বরিশাল। শুধু শিরোপা নির্ধারণী ম্যাচটি খেলাতে সুদূর নিউজিল্যান্ড থেকে তারকা ক্রিকেটারকে নিয়ে এলেন তামিমরা।

ফাইনাল খেলতে আজ ঢাকায় এসেছেন নিউজিল্যান্ডের তারকা অলরাউন্ডার জিমি নিশাম। ফরচুন বরিশাল নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে নিশামের নিউজিল্যান্ড, বরিশাল দুই দলের জার্সি পরিহিত ছবি পোস্ট করেছে। ফ্র্যাঞ্চাইজিটি ক্যাপশনে লিখেছে, ‘জিমি এসে গেছেন। শুক্রবারের ফাইনালের আগে জিমি নিশাম ঢাকায় পা রেখেছেন।’ বরিশাল হ্যাশট্যাগ দিয়েছে সাউদার্ন আর্মি।

বরিশাল ফাইনালে কাকে পাচ্ছে, সেটা জানা যাবে আগামীকাল। মিরপুরে দ্বিতীয় কোয়ালিফায়ারে আগামীকাল মুখোমুখি হচ্ছে চিটাগং কিংস ও খুলনা টাইগার্স। এই ম্যাচের জয়ী দল শুক্রবার সন্ধ্যায় বিপিএলের শিরোপা নির্ধারণী ম্যাচে তামিমদের বিপক্ষে খেলবে। এর আগে ৩১ জানুয়ারি নিউজিল্যান্ডের আরেক ক্রিকেটার অ্যাডাম মিলনেকে নেওয়ার কথা ফেসবুকে জানিয়েছিল বরিশাল। বিপিএল ক্যারিয়ারেরই অভিষেক হয়ে যাওয়ার কথা ছিল তাঁর। তবে মিলনে এখনো কোনো ম্যাচ পাননি বিপিএলে। মিলনে, নিশাম দুই কিউই ক্রিকেটারকে ফাইনালে হয়তো দেখা যেতে পারে।

শেষ ভাগে এসে বিদেশি ক্রিকেটারকে দলে ভেড়ানো বিপিএলে নতুন কিছু নয়। ২০২৪ বিপিএলে ফরচুন বরিশাল প্লে-অফ অংশে নিয়েছিল ডেভিড মিলারকে। সেবার এলিমিনেটর, দ্বিতীয় কোয়ালিফায়ার, ফাইনাল এই তিন ম্যাচ খেলেছিলেন মিলার। কুমিল্লা ভিক্টোরিয়ানসকে হারিয়ে বিপিএল ইতিহাসে প্রথম শিরোপার স্বাদ গতবারই পায় বরিশাল। জয়সূচক রানটা মিলারের ব্যাট থেকেই এসেছিল।

টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে লঙ্কান ডেরায় মালিঙ্গা

বিপিএলের সূচিতে ফের পরিবর্তন আনল বিসিবি

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দুশ্চিন্তায় পাকিস্তান

খালেদা জিয়ার প্রয়াণে কাঁদলেন বিসিবি সভাপতি

গম্ভীরকে কি তাহলে বরখাস্ত করতে যাচ্ছে ভারত

বিপিএলে স্থগিত হওয়া ২ ম্যাচের সূচি জানাল বিসিবি

চোট নিয়ে ইংল্যান্ডের বিশ্বকাপ দলে আর্চার

জাতীয় দলে আর খেলার ‘শখ’ নেই সাকিবের

খালেদা জিয়ার মৃত্যুতে সাকিব-তামিমদের শোকবার্তা

খালেদা জিয়ার মৃত্যুতে ক্রীড়াঙ্গনের শোক