হোম > খেলা > ক্রিকেট

সহজ জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে সহজ জয় পেয়েছে বাংলাদেশ। হারারেতে ১৩৬ রানের লক্ষ্যে খেলতে নেমে ৭ উইকেট আর ১৫ বল হাতে রেখেই জয় তুলে নিয়েছে নুরুল হাসান সোহানের দল। এই জয়ে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-১ এ সমতা ফেরাল বাংলাদেশ।

প্রথম টি-টোয়েন্টিতে হারের পর আজ দ্বিতীয়টিতে শুরু থেকেই সতর্ক ছিল বাংলাদেশ। দুই ওপেনার মুনিম শাহরিয়ার ও লিটন দাসের উদ্বোধনী জুটিতে আসে ৩৭ রান। তবে প্রথম ম্যাচের মতো আজও ব্যর্থ হয়েছেন মুনিম। ব্যক্তিগত ৭ রানে বোল্ড হয়েছেন রিচার্ড এনগারাভার বলে।

তিন নম্বরে ব্যাটিংয়ে নামা এনামুল বিজয়ের ইনিংসেও ছিল প্রথম ম্যাচের ছাপ। ১৫ বলে ১৬ রান করা বিজয় রাজার বলে ক্যাচ দিয়ে ফিরেছেন। এর আগে ফিফটি তুলে নিয়েছেন লিটন দাস। শন উইলিয়ামসের বলে এলবিডব্লু হওয়ার আগে ৩৩ বলে করেন ৫৬ রান। বাকি কাজ সারেন নাজমুল হোসেন শান্ত ও আফিফ হোসেন। শান্ত শেষপর্যন্ত ১৯ রানে ও আফিফ ৩০ রানে অপরাজিত থাকেন।

এর আগে প্রথম ইনিংসেই জয়ের রাস্তাটা তৈরি করে দিয়েছিল বাংলাদেশের বোলাররা। আরও নির্দিষ্ট করে বললে মোসাদ্দেক হোসেন। ২০ রান খরচায় প্রথমবারের মতো আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৫ উইকেট নেন ২৬ বছর বয়সী এই অলরাউন্ডার।

মোসাদ্দেকের ঘূর্ণিতে শুরুতে চাপে পড়ে জিম্বাবুয়ে। পরে সিকান্দার রাজা আর রায়ান বার্লের ৮০ রানের জুটিতে লড়াইয়ের পুঁজি পায় স্বাগতিকেরা। কিন্তু জয়ের জন্য তা যথেষ্ট ছিল না। আগের ম্যাচের ফিফটি করা রাজা এই ম্যাচেও করেছেন করেছেন ৬২ রান। তবে তাঁর ফিফটি অবশ্য দলের হার এড়াতে পারেনি।

অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাসে ঝুঁকিতে নারী ফুটবলারদের ফিটনেস

বৃষ্টিতেই শেষ বাংলাদেশের প্রস্তুতি

‘বিশ্বকাপের আগে বাংলাদেশের সঙ্গে এমন ঘটনা ঘটুক, সেটা চাই না’

আমরা এক ইঞ্চিও নড়ব না, ভারতে যাব না: বিসিবি সহসভাপতি

বিপিএল ছেড়ে আফগানিস্তানের দায়িত্বে টবি র‍্যাডফোর্ড

দক্ষিণ আফ্রিকাকে এবারও ফাইনালে দেখতে চান বাংলাদেশের সাবেক কোচ

যুক্তরাষ্ট্রের ‘পাকিস্তানি’ ক্রিকেটারদের ভিসা প্রত্যাখ্যান করল ভারত

আফগানিস্তানকে চমকে দিয়ে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা

বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু সরাতে বিসিবির সঙ্গে আইসিসির সভা, আসেনি কোনো সিদ্ধান্ত

‘পাকিস্তানে ভারতের না খেলার কোনো যৌক্তিকতা নেই, আইসিসিও অসহায়’