হোম > খেলা > ক্রিকেট

ওয়েস্ট ইন্ডিজকে ধসিয়ে দুই দিন আগেই জিতল অস্ট্রেলিয়া

ক্রীড়া ডেস্ক    

ওয়েস্ট ইন্ডিজকে ধসিয়ে দুই দিন আগেই জিতল অস্ট্রেলিয়া। ছবি: এএফপি

ব্রিজটাউন টেস্টে উৎসব করেছেন বোলাররা। তিন দিনেই নিয়েছেন ৪০ উইকেট। পেস বোলাররাই দেখিয়েছেন দাপট। এর মধ্যেও অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে তিন ফিফটিতে ৩১০ রানের সংগ্রহ গড়ে দিয়েছে ম্যাচের পার্থক্য। ওয়েস্ট ইন্ডিজকে ৩০১ রানের লক্ষ্য দিয়ে জশ হ্যাজেলউডের অগ্নিঝরা বোলিংয়ে দুই দিন আগেই তারা জিতেছে ১৫৯ রানে।

৪ উইকেটে ৯২ রান থেকে তৃতীয় দিনের খেলা শুরু করেছিল অস্ট্রেলিয়া। ট্রাভিস হেড ১৩ ও বেউ ওয়েবস্টার ১৯ রানে অপরাজিত থেকে খেলতে নেমে ফিফটি করেন দুজনেই। পঞ্চম উইকেটে তাঁদের জুটি ছিল ১০২ রানের। হেড ৬১ রানে শামার জোসেফের শিকার হন। ষষ্ঠ উইকেটে অ্যালেক্স ক্যারির সঙ্গে ৪১ রানের জুটি গড়ে থামেন ওয়েবস্টার। তাঁকেও ৬৩ রানে শিকার বানান শামার।

তারপর ক্যারির ৬৫ রানের সৌজন্যে অস্ট্রেলিয়া পেরিয়ে যায় ৩০০ রান। শেষ দিকে হ্যাজেলউডকে ফিরিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয়বার ৫ উইকেট নেন শামার।

৩০১ রানের লক্ষ্যে নেমে ব্যাটিং ধস দেখে ওয়েস্ট ইন্ডিজ। চা বিরতির পর ব্যাট করতে নেমে ১৪১ রানে অলআউট হয়ে যায় তারা। সর্বোচ্চ ৪৪ রান করেন শামার। ৩৮ রানের অপরাজিত ইনিংস খেলেছেন জাস্টিন গ্রিভস। দুই অঙ্কের ঘরে রান করেন জন ক্যাম্পবেল (২৩) ও কেসি কার্টি (২০)। ৮৬ রানে ৮ উইকেট হারানোর পর ৫৫ রানের জুটি গড়েন গ্রিভস ও শামার। এ ছাড়া আর কেউ প্রতিরোধ গড়তে পারেননি।

হ্যাজেলউড ১২ ওভারে ৪৩ রান দিয়ে নেন ৫ উইকেট। দুটি পান নাথান লায়ন। দুই ইনিংস মিলিয়ে হ্যাজেলউডের শিকার ৯ উইকেট।

প্রথম ইনিংসে ১৮০ রানে করেছিল অস্ট্রেলিয়া। আর ১৯০ রান করে ১০ রানের লিড নিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় ইনিংসে অজিরা শক্ত প্রতিরোধ গড়লেও তারা পারেনি। তাতে তিন ম্যাচের সিরিজে ১-০তে এগিয়ে গেল সফরকারীরা। দুই ইনিংসে ফিফটি করে ম্যাচ-সেরা হয়েছেন ট্রাভিস হেড।

বাংলাদেশের বিকল্প হিসেবে স্কটল্যান্ডের সঙ্গে কথা হয়নি আইসিসির

রংপুরের বিপক্ষে আক্রমণাত্মক ক্রিকেটের বার্তা সিলেটের

উইজডেনের বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশে মোস্তাফিজ, আরও যাঁরা আছেন

বিসিবিকে ২১ জানুয়ারির ডেডলাইনের ব্যাপারে কিছু বলেনি আইসিসি

ভারত সিরিজের চেয়ে বিপিএলকে বেশি গুরুত্ব দিচ্ছেন নিউজিল্যান্ডের অলরাউন্ডার

বাংলাদেশ না খেললে বিশ্বকাপে স্কটল্যান্ড

বাংলাদেশকে ‘সমর্থন’ জানিয়ে বিশ্বকাপ প্রস্তুতি বন্ধ রাখল পাকিস্তান

আইপিএলের মতো ‘সিস্টেম’ এবার চালু হচ্ছে পিএসএলেও

বিশ্বকাপ দলের পাঁচ তারকা ছাড়াই পাকিস্তানে যাচ্ছে অস্ট্রেলিয়া

বিসিবির দুর্নীতিবিরোধী ইউনিটের কাজে ক্ষুব্ধ সাইফ