হোম > খেলা > ক্রিকেট

চাইলে এক রাতে দশটা পার্টি করা যায়: ওয়াসিম আকরাম

অবসরের পর বেশিরভাগ খেলোয়াড়ই হয়ে পড়েন অবসাদগ্রস্ত। ব্যতিক্রম নন ওয়াসিম আকরামও। তবে অবসর নেওয়ার পর আকরাম হয়ে পড়েছিলেন মাদকাসক্ত। নিজের আত্মজীবনীতে এমন চাঞ্চল্যকর তথ্য জানিয়েছেন পাকিস্তানের এই কিংবদন্তি পেসার।

২০০৩ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেন আকরাম। এরপর থেকেই হয়ে পড়েন মাদকাসক্ত। ‘সুলতান: অ্যা মেমোইর’ নামে আত্মজীবনীতে এমন কথা জানিয়েছেন পাকিস্তানের সাবেক বাঁহাতি পেসার। এই কিংবদন্তি বলেন, ‘পার্টিতে যেতে আমার খুব ভালো লাগত। কোনোভাবেই নিজেকে সামলে রাখতে পারতাম না। দক্ষিণ এশিয়ার সংস্কৃতি খুবই খারাপ। চাইলে এক রাতে দশটা পার্টি করা যায় এবং এটাই আমার ক্ষতি করেছে। সবচেয়ে খারাপ দিক হচ্ছে, আমি কোকেনে আসক্ত হয়ে গিয়েছিলাম। ইংল্যান্ডে যখন পার্টিতে যেতাম, তখন থেকেই মারাত্মকভাবে শুরু হয়েছিল।’

১৯৮৪ থেকে ২০০৩-দীর্ঘ ১৯ বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন ওয়াসিম। ১০৪ টেস্টে নিয়েছেন ৪১৪ উইকেট, বোলিং গড় ২৩.৬২, ইকোনমি ২.৫৯। ফাইফার নিয়েছেন ২৫টি এবং ম্যাচে ১০ উইকেট নিয়েছেন পাঁচবার। আর ওয়ানডেতে ৩৫৬ ম্যাচ খেলে নিয়েছেন ৫০২ উইকেট। বোলিং গড় ২৩.৫২ এবং ইকোনমি ৩.৮৯, ফাইফার নিয়েছেন ৬ টি।

নোয়াখালীকে অপেশাদার বলছেন বিসিবি পরিচালক

বিপিএল দিয়ে বিশ্বকাপে জায়গা করে নিতে চান শান্ত

বিপিএলে থাকতে চান না সুজন, সিলেটে উত্তপ্ত পরিবেশ

অস্ট্রেলিয়ার বিপক্ষে আগামীকাল নামছে বিধ্বস্ত ইংল্যান্ড, খেলা দেখবেন কোথায়

বিপিএল শুরুর আগের দিন চট্টগ্রামের দায়িত্ব নিচ্ছে বিসিবি

মাঠের ক্রিকেটের বাইরের বিষয় নিয়েও ভাবতে হচ্ছে ইংল্যান্ডকে

এবার বিপিএল কাঁপানোর ‘হুংকার’ তাসকিন-মোস্তাফিজের

‘মোস্তাফিজের রহস্য বিশ্বের নামকরা গোয়েন্দারাও বের করতে পারবেন না’

১৫ উইকেট নিয়ে থামলেন মোস্তাফিজ

আসছে বিসিবির নতুন টুর্নামেন্ট