হোম > খেলা > ক্রিকেট

১৩ হাজারে রুট, পারবেন কি শচীনকে ছাড়িয়ে যেতে

ক্রীড়া ডেস্ক    

টেস্টে ১৩ হাজার রানে জো রুট। ফাইল ছবি

একের পর এক মাইলফলকে জো রুট। গতকাল নটিংহামে জিম্বাবুয়ের বিপক্ষে ইংল্যান্ডের টপ অর্ডারের তিন ব্যাটারই তুলে নিয়েছেন সেঞ্চুরি। প্রথম দিনেই ‘বাজবল’ টনিকে ৮৮ ওভারে ৩ উইকেটে ইংলিশরা তুলেছে ৪৯৮ রান। তবে ৩ সেঞ্চুরির দিনে জো রুট ফিরেছেন ৩৪ রানে। এই ইনিংসের সৌজন্যে ৩৪ বছর বয়সী এই ব্যাটার পৌঁছে গেছেন টেস্টে ১৩ হাজার রানে।

ইংল্যান্ডের প্রথম ব্যাটার হিসেবে রুট করেছেন ১৩ হাজার রান। সব মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পঞ্চম ব্যাটার হিসেবে এই কীর্তি গড়েছেন। মাইলফলকটি ছুঁতে ট্রেন্ট ব্রিজে জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে রুটের প্রয়োজন ছিল ২৮ রান। ১৫৩ টেস্টে ২৭৯ ইনিংসে ধরা দিল রুটের এই অর্জন। রুটের ঠিক ওপরে আছেন ভারতীয় গ্রেট রাহুল দ্রাবিড়। ২৮৬ ইনিংসে ১৩ হাজার ২৮৮ রান নিয়ে টেস্টে রান সংগ্রাহকদের তালিকায় ৪ নম্বরে তিনি।

২৮০ ইনিংসে ১৩ হাজার ২৮৯ রান নিয়ে ৩ নম্বরে দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিস। অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং ২৮৭ ইনিংসে করেন ১৩ হাজার ৩৭৮ রান। ২০০ টেস্টে ৩২৯ ইনিংসে ১৫ হাজার ৯২১ রান নিয়ে শীর্ষে ভারতীয় কিংবদন্তি শচীন টেন্ডুলকার। ফিট থাকলে টেন্ডুলকার ছাড়া বাকিদের অনায়াসে ছাড়িয়ে যেতে পারেন রুট। তবে টেন্ডুলকারও খুব বেশি দূরে নয়, পিছিয়ে ২৯৪৫ রানে। ছন্দ ধরে রাখতে পারলে রুটের দ্বারা সেটি সম্ভবও হতে পারে।

২০২৪ সালের অক্টোবরে পাকিস্তানের বিপক্ষে মুলতান টেস্টে অ্যালিস্টার কুককে ছাড়িয়ে ইংল্যান্ডের হয়ে টেস্টে সর্বোচ্চ রানের চূড়ায় ওঠেন রুট। ১৩ বছররে ক্যারিয়ারে রুটের সেঞ্চুরি ৩৬টি, এটিও ইংল্যান্ডের রেকর্ড। এখানেও তিনি ছাড়িয়ে যান কুককে (৩৩ টি)।

বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের খবর জানে না ভারতীয় বোর্ড

‘বাংলাদেশকে নিয়ে তিনটি আশঙ্কা, ভারতে খেলার পরিস্থিতি নেই’

রিশাদের চোখে স্মিথ কিংবদন্তি

হ্যাটট্রিক হারের তেতো স্বাদ পেল রংপুর

বিশ্বকাপের আগে ফের ভারতের দুঃসংবাদ

বিপিএলের মাঝপথে গুরবাজ কেন চলে যেতে চেয়েছিলেন

মোস্তাফিজ ইস্যুতে প্রশ্ন করায় বিরক্ত হলেন মোহাম্মদ নবি

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে তাসকিনকে নিয়ে শঙ্কা

বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তনে রাজি হতে পারে আইসিসি, তবে...

রংপুর কি হ্যাটট্রিক হার এড়াতে পারবে