হোম > খেলা > ক্রিকেট

খরচ আফগানিস্তানের, প্রস্তুতি সৌম্যদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আগামী ১৪ জুলাই থেকে শুরু হচ্ছে ছেলেদের ইমার্জিং এশিয়া কাপ। এ টুর্নামেন্ট সামনে রেখে আগেভাগে শ্রীলঙ্কা যাওয়ার প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ ‘এ’ দল। আফগানিস্তান ‘এ’ দলের বিপক্ষে তিনটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা তাদের। মূলত আফগানিস্তান ক্রিকেট বোর্ডের কাছ থেকে প্রস্তাবটা পেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবির একটি সূত্র আজ আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছে।

জানা গেছে, এসিবির সেই প্রস্তাবে রাজিও হয়েছে বিসিবি। ফিরতি চিঠিতে অবশ্য সফরের যাবতীয় খরচ এসিবিকে ব্যয়ের কথা জানিয়েছে বিসিবি। যেহেতু এই টুর্নামেন্ট খেলতে বাংলাদেশের যাওয়ার কথা ১২ জুলাই। আগে যাওয়ায় হোটেল, খাওয়াসহ বাড়তি খরচের একটা ব্যাপার আছে। কালকের মধ্যে এই ব্যাপারে এসিবির সিদ্ধান্ত পাওয়ার আশা করছে বিসিবি। তিনটি প্রস্তুতি ম্যাচের সূচি যদিও তৈরি হয়ে গেছে।

সব ঠিক থাকলে আগামী ৫ জুলাই বাংলাদেশ দলের শ্রীলঙ্কায় রওনা দেবে। এরপর এক দিন বিরতি দিয়ে ৭ জুলাই প্রথম প্রস্তুতি ম্যাচ। ৯ জুলাই দ্বিতীয় ও শেষটি ১১ জুলাই। দুই বোর্ডের সম্মতিতে ম্যাচগুলো ৪০ ওভারের হবে। বাংলাদেশের মূল লড়াই শুরু হবে উদ্বোধনী দিন শ্রীলঙ্কার ম্যাচ দিয়ে। বাংলাদেশের গ্রুপ পর্বের ম্যাচগুলো হবে কলম্বোয়।

পাকিস্তানকে উড়িয়ে সবার আগে সেমিফাইনালে ভারত

বুদ্ধিজীবী দিবসে সাকিব-লিটনদের শ্রদ্ধা

‘আপনারা সব সময় আমাদের ভুল ধরেন, আপনাদেরও ভুল ধরার চেষ্টা করব’

ক্রিকেটারদের সঙ্গে বিসিবির ‘আচরণে’ ক্ষুব্ধ তামিম

বিগ ব্যাশে অভিষেকেই ব্যর্থ বাবর আজম

অস্ট্রেলিয়ার সাংবাদিকদের সঙ্গে বাগ্‌বিতণ্ডা নিয়ে মুখ খুললেন ম্যাককালাম

বিশ্বকাপের প্রচারণামূলক কাজ নিয়ে আইসিসির ওপর ক্ষুব্ধ পাকিস্তান

কোন ভুলে অলরাউন্ডার গ্রিন আইপিএলে শুধুই ‘ব্যাটার’

আইএল টি-টোয়েন্টিতে মোস্তাফিজের বাজে দিন

বিয়ে করেছেন ক্রিকেটার রুমানা