চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এ নিয়ে তিনবার বৃষ্টি বাধায় থামল প্রথম ওয়ানডে। আফগানিস্তানের ইনিংসের ২১.৪ ওভারের সময় বন্ধ হয়েছে খেলা। ২ উইকেট হারিয়ে ৮৩ রান করেছে আফগানিস্তান।
এখান থেকে আর খেলা না হলে বৃষ্টি আইনে ম্যাচ হারবে বাংলাদেশ। বৃষ্টি আইনে এ সময় পার স্কোর ছিল ৬৭ রান। আফগানিস্তান ১৬ রান বেশি করেছে। ফলে এখান থেকে আর খেলা হলে প্রথম ওয়ানডেতে জয় পাচ্ছে তারাই।
উইকেটে আছেন দুই অপরাজিত আছেন ইব্রাহিম জাদরান ও হাশমতউল্লাহ শহিদী। ৪১ রান করেছেন ইব্রাহিম। ৫৮ বলে ৫ চার তাঁর ইনিংসে। অধিনায়ক শহিদী অপরাজিত আছেন ৯ রানে।
এখন পর্যন্ত ব্যাটিংয়ে ব্যর্থতা বোলিংয়ে ঢাকতে পারেননি বাংলাদেশের বোলাররা। ওপেনিং জুটি ভাঙতেই নাভিশ্বাস উঠেছে তাসকিন আহমেদ-মোস্তাফিজুর রহমানদের। শেষ পর্যন্ত ৫৪ রানে সাকিব আল হাসান ভাঙেন এই জুটি। এরপর অবশ্য দ্রুতই রহমত শাহকে ফেরান তাসকিন। উইকেটকিপার লিটন দাসের হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন তিনি।