দ্বিতীয় দিনের শুরুতে মুমিনুল হককে হারিয়ে শুরু। প্রথম ইনিংসে বাংলাদেশের রান তখন ৪০। এই ধাক্কা থেকে দলকে বেশ ভালোভাবেই টেনে তুলেছেন সাকিব আল হাসান। তাঁর আক্রমণাত্মক ফিফটিতে লড়াইয়ে ফিরেছে বাংলাদেশ।
সাকিবকে দারুণভাবে সঙ্গ দিচ্ছেন মুশফিকুর রহিম। দুজনের জুটি থেকে এর মধ্যে উঠেছে ১৩০ রান। প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ দাঁড়িয়েছে ৩ উইকেট হারিয়ে ১৭০ রান। আয়ারল্যান্ডের চেয়ে বাংলাদেশ এখনো পিছিয়ে ৪৪ রানে।
দিনের শুরুতে মার্ক এডেয়ারের বলে ১৭ রানে বোল্ড হয়ে আউট হন মুমিনুল। এরপর সাকিব-মুশফিকের লড়াই। চার মেরে ইনিংসের সূচনা করেন সাকিব। লেগ স্পিনার বেনজামিন হোয়াইটকে চার মেরেই ৪৫ বলে পূর্ণ করেন টেস্ট ক্যারিয়ারের ৩১তম ফিফটি।
সাকিবের ইনিংসে ১০টি চারের মার রয়েছে। তাঁর চেয়ে ভিন্ন রূপে মুশফিক খেলছেন রয়েসয়ে। তাঁর ৫৩ রানের ইনিংস ৭৭ বলে। ইনিংসে ৬টি চার ও ১টি ছক্কার মার আছে। হ্যারি টেক্টরকে চার মেরে ৬৯ বলে টেস্ট ক্যারিয়ারের ২৬তম ফিফটি পূর্ণ করেন মুশফিক।