হোম > খেলা > ক্রিকেট

‘ফাইনালে’ বাদ শান্ত, একাদশে সেঞ্চুরি করা ইমন

ক্রীড়া ডেস্ক    

সিরিজ নির্ধারণী ম্যাচে ফিরেছেন ইমন। ছবি: বিসিবি

শারজায় অলিখিত ফাইনালে টস জিতে বাংলাদেশকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের অধিনায়ক মোহাম্মদ ওয়াসিম। প্রথম টি-টোয়েন্টিতে ২৭ রানে জিতে সিরিজে এগিয়ে যায় সফরকারীরা। দ্বিতীয় টি-টোয়েন্টিতে ২ উইকেটে জিতে সিরিজে সমতায় ফেরে স্বাগতিকেরা। কুড়ি ওভারে বাংলাদেশের বিপক্ষে আমিরাতের প্রথম জয়ও সেটি। শেষ টি-টোয়েন্টি আজ সিরিজ নির্ধারণী।

গুরুত্বপূর্ণ ম্যাচে একাদশে তিনটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ছিলেন না হাসান মাহমুদ ও সহ-অধিনায়ক শেখ মেহেদী হাসান। দুজনই ফিরেছেন শেষ ম্যাচে। বাদ পড়েছেন নাহিদ রানা, তানভীর ইসলাম ও নাজমুল হোসেন শান্ত।

কুঁচকিতে অস্বস্তি থাকায় দ্বিতীয় টি-টোয়েন্টিতে খেলানো হয়নি প্রথম ম্যাচে সেঞ্চুরি করা পারভেজ হোসেন ইমনকে। আজ তিনি আবারও ফিরেছেন একাদশে। তাঁর অন্তর্ভুক্তিতে মূলত শান্ত বাদ পড়েন। হাসান প্রথম ম্যাচে শিকার করেছিলেন ৩ উইকেট। দ্বিতীয় ম্যাচে সুযোগ না পেলেও আজ ফিরেছেন নাহিদের জায়গায়।

তানভীর বেশ সুবিধা করতে পারেননি প্রথম দুই ম্যাচে, তাঁর জায়গায় ফিরেছেন শেখ মেহেদী। তিনি অবশ্য প্রথম ম্যাচে সুযোগ পেয়েও ততটা ছন্দ ছিলেন না বল হাতে। আগের ম্যাচের মতো তিন পেসার ও দুই স্পিনার নিয়ে খেলছে বাংলাদেশ দল।

বাংলাদেশের একাদশ: পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, লিটন দাস (অধিনায়ক), তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারি, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, শেখ মেহেদী হাসান, শরীফুল ইসলাম ও হাসান মাহমুদ।

বাংলাদেশের বিকল্প হিসেবে স্কটল্যান্ডের সঙ্গে কথা হয়নি আইসিসির

রংপুরের বিপক্ষে আক্রমণাত্মক ক্রিকেটের বার্তা সিলেটের

উইজডেনের বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশে মোস্তাফিজ, আরও যাঁরা আছেন

বিসিবিকে ২১ জানুয়ারির ডেডলাইনের ব্যাপারে কিছু বলেনি আইসিসি

ভারত সিরিজের চেয়ে বিপিএলকে বেশি গুরুত্ব দিচ্ছেন নিউজিল্যান্ডের অলরাউন্ডার

বাংলাদেশ না খেললে বিশ্বকাপে স্কটল্যান্ড

বাংলাদেশকে ‘সমর্থন’ জানিয়ে বিশ্বকাপ প্রস্তুতি বন্ধ রাখল পাকিস্তান

আইপিএলের মতো ‘সিস্টেম’ এবার চালু হচ্ছে পিএসএলেও

বিশ্বকাপ দলের পাঁচ তারকা ছাড়াই পাকিস্তানে যাচ্ছে অস্ট্রেলিয়া

বিসিবির দুর্নীতিবিরোধী ইউনিটের কাজে ক্ষুব্ধ সাইফ