হোম > খেলা > ক্রিকেট

সড়ক দুর্ঘটনার পর হাসপাতালে থিরিমান্নে

ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন লাহিরু থিরিমান্নে। দুর্ঘটনাস্থলের কাছাকাছি এক হাসপাতালে নেওয়া হয়েছে শ্রীলঙ্কার সাবেক অধিনায়ককে। কোথায় আঘাত পেয়েছেন থিরিমান্নে, আঘাতের ধরন কিংবা তীব্রতা সম্পর্কে বিস্তারিত কিছু জানা না গেলেও ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফো জানাচ্ছে, শ্রীলঙ্কান সাবেক ক্রিকেটারের অবস্থা এখন স্থিতিশীল।

শ্রীলঙ্কার উত্তরাঞ্চলের শহর অনুরাধাপুরের কাছে সকালে ঘটে এই গাড়ি দুর্ঘটনা। থিরিমান্নেকে বহনকারী গাড়ির সঙ্গে উল্টো দিক থেকে আসা একটি লরির মুখোমুখি সংঘর্ষ হয়। দুমড়ে মুচড়ে যায় থিরিমান্নের গাড়ির সামনের দিক।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে গত বছর জুলাইয়ে অবসর নিয়েছিলেন ৩৪ বছর বয়সী এই শ্রীলঙ্কান। দেশটির জাতীয় দলের জার্সিতে ৪৪ টেস্ট, ১২৭ ওয়ানডে ও ২৬টি টি-টোয়েন্টি খেলা থিরিমান্নে চলমান লেজেন্ডস ক্রিকেট ট্রফিতে নিউ ইয়র্ক সুপারস্টার স্ট্রাইকার্সের হয়ে খেলছিলেন। দুর্ঘটনার বিষয়ে দলটি এক বিবৃতিতে জানিয়েছে, ‘আপনাদের জানাতে চাই, লাহিরু থিরিমান্নে ও তার পরিবার মন্দিরে যাওয়ার সময় গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছে। তাদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণের জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের পর্যবেক্ষণের পর, আমরা নিশ্চিত করছি যে, তারা সবাই নিরাপদ ও সুস্থ আছেন, উদ্বেগের কোনো কারণ নেই।’

এবার ব্যর্থ সাকিব, বড় ব্যবধানে হারল তাঁর দলও

টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে লঙ্কান ডেরায় মালিঙ্গা

বিপিএলের সূচিতে ফের পরিবর্তন আনল বিসিবি

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দুশ্চিন্তায় পাকিস্তান

খালেদা জিয়ার প্রয়াণে কাঁদলেন বিসিবি সভাপতি

গম্ভীরকে কি তাহলে বরখাস্ত করতে যাচ্ছে ভারত

বিপিএলে স্থগিত হওয়া ২ ম্যাচের সূচি জানাল বিসিবি

চোট নিয়ে ইংল্যান্ডের বিশ্বকাপ দলে আর্চার

জাতীয় দলে আর খেলার ‘শখ’ নেই সাকিবের

খালেদা জিয়ার মৃত্যুতে সাকিব-তামিমদের শোকবার্তা