হোম > খেলা > ক্রিকেট

ওয়ানডে বিশ্বকাপে মেন্টর উইলিয়ামসন! 

কেইন উইলিয়ামসনের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলতে যাওয়া নিয়ে নিউজিল্যান্ড ক্রিকেট দলের আফসোসে পোড়াটাই স্বাভাবিক। চোটে পড়ে এ বছরে শুরু হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপে খেলা অনেকটাই অনিশ্চিত উইলিয়ামসনের। তবে কিউই এই ব্যাটারকে ভিন্ন ভূমিকায় দেখা যেতে পারে এবারের বিশ্বকাপে।

ভারতে এ বছরের ৫ অক্টোবরে শুরু হতে যাচ্ছে ওয়ানডে বিশ্বকাপ। আর উইলিয়ামসন এখন তার চিকিৎসার জন্য পুনর্বাসনে আছেন। যদি নির্ধারিত সময়ের আগে সেরে উঠতে না পারেন, তাহলে বিশ্বকাপে না খেলতে পারলে তাঁকে মেন্টর হিসেবে নিয়ে যাওয়ার কথা ভাবছে নিউজিল্যান্ড টিম ম্যানেজমেন্ট। তবে এখনই উইলিয়ামসনকে বিশ্বকাপ থেকে বাতিলের খাতায় ফেলে দিতে নারাজ গ্যারি স্টেড। পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে নিউজিল্যান্ড ক্রিকেট দলের প্রধান কোচ বলেন, ‘দেখুন, এটা জানার সময় এখনও আসেনি। তার (উইলিয়ামসন) অপারেশন হয়েছে এবং এখন পর্যন্ত যা জানতে পেরেছি, সফল হয়েছে। পুনর্বাসনের প্রাথমিক অবস্থায় আছে সে।’

গত ৩১ মার্চ আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে গুজরাট টাইটান্স-চেন্নাই সুপার কিংস ম্যাচ দিয়ে শুরু হয়েছে ১৬ তম আইপিএল। গুজরাটের হয়ে খেলেছিলেন উইলিয়ামসন। রুতুরাজ গায়কোয়াডের নিশ্চিত ছক্কা হওয়া শট ক্যাচ ধরতে গিয়ে হাঁটুতে মারাত্মক চোট পান কিউই এই ব্যাটার। এরপর আইপিএলই শেষ হয়ে গিয়েছে উইলিয়ামসনের।

টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে লঙ্কান ডেরায় মালিঙ্গা

বিপিএলের সূচিতে ফের পরিবর্তন আনল বিসিবি

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দুশ্চিন্তায় পাকিস্তান

খালেদা জিয়ার প্রয়াণে কাঁদলেন বিসিবি সভাপতি

গম্ভীরকে কি তাহলে বরখাস্ত করতে যাচ্ছে ভারত

বিপিএলে স্থগিত হওয়া ২ ম্যাচের সূচি জানাল বিসিবি

চোট নিয়ে ইংল্যান্ডের বিশ্বকাপ দলে আর্চার

জাতীয় দলে আর খেলার ‘শখ’ নেই সাকিবের

খালেদা জিয়ার মৃত্যুতে সাকিব-তামিমদের শোকবার্তা

খালেদা জিয়ার মৃত্যুতে ক্রীড়াঙ্গনের শোক