হোম > খেলা > ক্রিকেট

লাহোরের খাবার পছন্দ হয়নি মঈন আলীর

লাহোরের সিরিজ নির্ধারণী ম্যাচে স্বাগতিক পাকিস্তানকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতেছে ইংল্যান্ড। তবে সিরিজ জিতলেও লাহোরের আতিথেয়তায় তৃপ্তি পাননি মঈন আলীরা। লাহোরের খাবারের প্রশংসা শুনে এলেও সিরিজ নির্ধারণী ম্যাচ শেষে ততটা ভালো লাগেনি বলেই জানালেন ইংলিশ অধিনায়ক।

ম্যাচের পর সংবাদ সম্মেলনে মজার ছলে তেমনটাই বললেন মঈন আলী। ‘দুর্দান্ত নিরাপত্তা ছিল। আমাদের প্রত্যাশার থেকেও বেশি। প্রত্যেকে আমাদের খেয়াল রেখেছে। তবে লাহোরের খাবার খেয়ে একটু হতাশ হয়েছি। করাচিতে অনেক ভাল খাবার পেয়েছিলাম।’

মঈনের পূর্বপুরুষেরা অবশ্য এখনো করাচিতেই থাকেন। তবে তাঁর জন্ম ইংল্যান্ডের বার্মিংহামে। পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম চার ম্যাচ অবশ্য করাচিতেই খেলে এসেছে ইংল্যান্ড দল। শেষ তিন ম্যাচ লাহোরে খেলতে এসে খাবার নিয়ে এই অভিজ্ঞতার কথা জানান ইংলিশ অধিনায়ক।

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে পাকিস্তানকে হারালেও নিজেদের ফেভারিট মনে করছে না মঈন আলী। ভারত, অস্ট্রেলিয়াকে ফেভারিট মনে করছেন তিনি। তবে নিজেদের দিনে তারা যেকোনো দলকে হারাতে পারে বলেও মনে করেন ইংলিশ অধিনায়ক। নিজেদের সক্ষমতা নিয়ে মঈন আলী বলেন, ‘বিপক্ষ হিসেবে আমরা বিপজ্জনক। অনেক দলই আমাদের খেলতে ভয় পাবে। শেষ দুটো ম্যাচের দিকে তাকান। দুটোই আমাদের জিততে হতো। সেটা পেরেছি। বিশ্বকাপের আগে এটা আমাদের আত্মবিশ্বাস জোগাবে।’

মঈনের মতে, তাঁদের এই সিরিজ ৬-১-এ জেতা উচিত ছিল। সিরিজের পঞ্চম ও ষষ্ঠ ম্যাচে হারটা মানতে পারছেন না। বলেছেন, ‘কম রান তাড়া করেও হারতে হয়েছে। তাই ওই দুটো ম্যাচ নিয়ে হতাশ। না হলে ৬-১-এ জিততাম।’ 

নিজেদের ইতিহাস নতুন করে লেখার সামনে এখন ওয়েস্ট ইন্ডিজ

নিলামের আগেই জানা গেল আইপিএলে কত ম্যাচ খেলবেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার

নতুন লিগ খেলতে আমিরাতে যাচ্ছেন মোস্তাফিজ

বিশ্বকাপের আগে দলে বেশি পরিবর্তন চান না লিটন

প্রথম দিনেই কি হার এড়ানোর বন্দোবস্ত করে ফেলল ইংল্যান্ড

পেইনকিলার নেওয়ার পরও শঙ্কায় ইংল্যান্ডের ক্রিকেটার

১ যুগের অপেক্ষা ঘুচিয়ে অস্ট্রেলিয়ায় রুটের প্রথম সেঞ্চুরি, বাকি রইল বাংলাদেশ

১৪ বছর পর ভারতের এই ঘরোয়া টুর্নামেন্টে খেলছেন রোহিত

ওয়াসিম আকরামকে পেছনে ফেলে সবার ওপরে স্টার্ক

অ্যাশেজে সৈকতের আম্পায়ারিংকে বাংলাদেশ ক্রিকেটের জন্য গৌরবের বলছেন ইমরুল