হোম > খেলা > ক্রিকেট

এক ঢিলে দুই পাখি মারতে নেপালে আফ্রিদি 

শহীদ আফ্রিদি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন আগেই। একাধিকবার অবসর নিলেও অবসর ভাঙার নজিরও কম নেই। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টগুলো অবশ্য খেলে যাচ্ছেন সাবেক এই পাকিস্তান অধিনায়ক। এবার তাকে দেখা যাবে নেপালের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্ট এভারেস্ট প্রিমিয়ার লিগে। নেপালে শুধু ম্যাচ খেলতেই যাচ্ছেন না, তাঁর ফাউন্ডেশনের কিছু কাজও করবেন। 

ইপিএলে অংশ নিতে এরই মধ্যে কাঠমান্ডু পৌঁছেছেন আফ্রিদি। আফ্রিদি বিমানবন্দরে পৌঁছার পর পাকিস্তান দূতাবাসের কর্মকর্তারা তাঁকে স্বাগত জানান। ত্রিভুবন ক্রিকেট গ্রাউন্ডে কাল থেকে শুরু হওয়া ইপিএলের চতুর্থ আসরে কাঠমান্ডু কিংস ইলেভেনের হয়ে খেলবেন আফ্রিদি। 

নেপালে পা রেখে আফ্রিদি স্থানীয় সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন। তিনি জানিয়েছেন, নেপালে শুধু ম্যাচ খেলতেই যাননি, সেখানে ম্যাচ খেলার পাশাপাশি তাঁর ফাউন্ডেশনের কিছু কাজও আছে। সাবেক পাকিস্তান অধিনায়ক বলেছেন, ‘এখানে আমি মাত্র দুটি ম্যাচ খেলে ফিরে যাব। তাছাড়া আমার ফাউন্ডেশনের জন্য কিছু বাণিজ্যিক কাজ আছে।’  

একই টুর্নামেন্টে খেলবেন তামিম ইকবাল। বাংলাদেশের ওয়ানডে অধিনায়কও আজ ভোরে দেশ ছেড়েছেন।

সরকার আমাদের টাকা দেয় না, বরং আমরাই সরকারকে ট্যাক্স দিই: মিরাজ

বিপিএলে সময়মতো হচ্ছে না রাজশাহী-সিলেট ম্যাচও

পরিচালক পদ থেকে কেন নাজমুলকে সরিয়ে দিতে পারেনি বিসিবি

নাজমুলকে অর্থ কমিটি থেকে সরিয়ে দিল বিসিবি

বিসিবি পরিচালক নাজমুল পদত্যাগ না করলে খেলবেনই না ক্রিকেটাররা

বিপিএলের ম্যাচ শুরু না হওয়ায় বিসিবির দুঃখপ্রকাশ

বিদেশি লিগে বেশি খেলতে পারবেন না আফগান ক্রিকেটাররা

ক্রিকেটারদের বিপিএল ‘বয়কট’, হচ্ছে না নোয়াখালী-চট্টগ্রামের ম্যাচ

ক্রিকেটারদের কাছে টাকা ফেরত চাওয়া পরিচালকের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে বিসিবি

মিচেলের সেঞ্চুরিতে ভারতকে হারিয়ে সমতায় নিউজিল্যান্ড