হোম > খেলা > ক্রিকেট

এক ঢিলে দুই পাখি মারতে নেপালে আফ্রিদি 

শহীদ আফ্রিদি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন আগেই। একাধিকবার অবসর নিলেও অবসর ভাঙার নজিরও কম নেই। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টগুলো অবশ্য খেলে যাচ্ছেন সাবেক এই পাকিস্তান অধিনায়ক। এবার তাকে দেখা যাবে নেপালের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্ট এভারেস্ট প্রিমিয়ার লিগে। নেপালে শুধু ম্যাচ খেলতেই যাচ্ছেন না, তাঁর ফাউন্ডেশনের কিছু কাজও করবেন। 

ইপিএলে অংশ নিতে এরই মধ্যে কাঠমান্ডু পৌঁছেছেন আফ্রিদি। আফ্রিদি বিমানবন্দরে পৌঁছার পর পাকিস্তান দূতাবাসের কর্মকর্তারা তাঁকে স্বাগত জানান। ত্রিভুবন ক্রিকেট গ্রাউন্ডে কাল থেকে শুরু হওয়া ইপিএলের চতুর্থ আসরে কাঠমান্ডু কিংস ইলেভেনের হয়ে খেলবেন আফ্রিদি। 

নেপালে পা রেখে আফ্রিদি স্থানীয় সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন। তিনি জানিয়েছেন, নেপালে শুধু ম্যাচ খেলতেই যাননি, সেখানে ম্যাচ খেলার পাশাপাশি তাঁর ফাউন্ডেশনের কিছু কাজও আছে। সাবেক পাকিস্তান অধিনায়ক বলেছেন, ‘এখানে আমি মাত্র দুটি ম্যাচ খেলে ফিরে যাব। তাছাড়া আমার ফাউন্ডেশনের জন্য কিছু বাণিজ্যিক কাজ আছে।’  

একই টুর্নামেন্টে খেলবেন তামিম ইকবাল। বাংলাদেশের ওয়ানডে অধিনায়কও আজ ভোরে দেশ ছেড়েছেন।

তাহলে কি বাংলাদেশ-ভারত ফাইনাল

হেডের সেঞ্চুরিতে বড় লিডের পথে অস্ট্রেলিয়া

কনওয়ের ডাবল সেঞ্চুরি, মাউন্ট মঙ্গানুইতে ব্যাটারদের দাপট

সবার আগে বিশ্বকাপের দল দিল পাকিস্তান

ওসমান হাদির মৃত্যুতে শোকাহত বিসিবি-বাফুফে

বাংলাদেশ-পাকিস্তান সেমিফাইনাল দেখবেন কোথায়

বিশ্বকাপে প্রস্তুতি ম্যাচে প্রতিপক্ষ কারা, জানাল বিসিবি

ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের আম্পায়ারদের কাছে ব্যাখ্যা চাইছেন স্টেইন

আম্পায়ারিং নিয়ে অসন্তুষ্ট ইংল্যান্ড, আইসিসির কাছে করবে নালিশ

হঠাৎ কেন চেয়ার ছুড়ে মারতে গিয়েছিলেন ম্যাকগ্রা