ভারত, পাকিস্তান-উপমহাদেশের দুই দলই নিজ নিজ বক্সিং ডে টেস্টে হেরেছে। সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে গতকাল তিন দিনে শেষ হওয়া দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে ভারত রীতিমতো বিধ্বস্ত হয়েছে। অন্যদিকে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়াই করেও জিততে পারেনি পাকিস্তান। চার দিনে শেষ হওয়া টেস্টে আজ হেরে এরই মধ্যে সিরিজ খুইয়েছে পাকিস্তান।
ভারত, পাকিস্তান ম্যাচ হারায় প্রভাব পড়েছে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৩-২৫ চক্রের পয়েন্ট টেবিলেও। এশিয়ার দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলই পেছনে পড়েছে বাংলাদেশের। অস্ট্রেলিয়ার কাছে পার্থ, মেলবোর্ন-দুই টেস্ট হারায় ৪৫.৮৩ শতাংশ নিয়ে পাঁচ নম্বরে আছে পাকিস্তান। এবারের চক্রে ৪ ম্যাচ খেলে দুটি করে জিতেছে ও হেরেছে পাকিস্তান। যার মধ্যে পার্থে স্লো ওভার রেটের কারণে ২ পয়েন্ট কাটা গেছে পাকিস্তানের। অন্যদিকে সেঞ্চুরিয়নে বিধ্বস্ত ভারতও স্লো ওভার রেটের কারণে খুইয়েছে ২ পয়েন্ট। টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চক্রে ৩ ম্যাচ খেলে একটি করে ম্যাচ জিতেছে, হেরেছে ও ড্র করে ৩৮.৮৯ শতাংশ নিয়ে ছয়ে ভারত। আর নভেম্বর-ডিসেম্বরে বাংলাদেশে অনুষ্ঠিত দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে এবারের চক্র শুরু করেছিল বাংলাদেশ ও নিউজিল্যান্ড। সেই সিরিজ ১-১ সমতায় ড্র হওয়াতে বাংলাদেশ, নিউজিল্যান্ড-দুটি দলেরই এখন ৫০ শতাংশ। বাংলাদেশ ও নিউজিল্যান্ড আছে চার ও দুই নম্বরে।
গত দুই চক্রের মতো এবারের টেস্ট চ্যাম্পিয়নশিপও হচ্ছে ৯ দল নিয়ে। জিতলে ১২ পয়েন্ট, টাই করলে ৬ পয়েন্ট ও ড্র করলে ৪ পয়েন্ট পাবে দল। হারলে কোনো পয়েন্টই পাওয়া যাবে না।
আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৩-২৫ চক্রের পয়েন্ট টেবিল (শতাংশের হিসেবে):
দক্ষিণ আফ্রিকা: ১০০
নিউজিল্যান্ড: ৫০
অস্ট্রেলিয়া: ৫০
বাংলাদেশ: ৫০
পাকিস্তান: ৪৫.৮৩
ভারত: ৩৮.৮৯
ওয়েস্ট ইন্ডিজ: ১৬.৬৭
ইংল্যান্ড: ১৫
শ্রীলঙ্কা: ০
২৯ ডিসেম্বর, ২০২৩ পর্যন্ত