হোম > খেলা > ক্রিকেট

বিগ ব্যাশের ড্রাফটে তিন বাংলাদেশি ক্রিকেটার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বিগ ব্যাশের ড্রাফটে নাম দিয়েছেন বাংলাদেশের দুই ক্রিকেটার। বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামের সঙ্গে নিলামের জন্য নাম দিয়েছেন তরুণ পেসার রিপন মণ্ডল। আন্তর্জাতিক মঞ্চে তাইজুল পরিচিত নাম হলেও এখনো অভিষেক হয়নি রিপনের। 

এর আগে বিগ ব্যাশের গত আসরেও নাম দিয়েছিলেন রিপন। যদিও অবিক্রীত থেকেছিলেন এই পেসার। সব মিলিয়ে নিলামের জন্য নিবন্ধিত হয়েছেন ৩৭৬ জন ক্রিকেটার। আগামী ৩ সেপ্টেম্বর হবে এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের ড্রাফট। বিগ ব্যাশের আগামী আসর শুরু হবে আগামী ৭ ডিসেম্বর থেকে। ১৩ তম আসর চলবে আগামী ২৪ জানুয়ারি পর্যন্ত। 

সব মিলিয়ে ২৯ দেশের ক্রিকেটার নিলামের জন্য নাম নিবন্ধন করেছেন। ইংল্যান্ড, নিউজিল্যান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, আফগানিস্তান, ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে সংযুক্ত আরব আমিরাত, ভারত, নেপাল, যুক্তরাষ্ট্র, স্কটল্যান্ড, জিম্বাবুয়ে, আয়ারল্যান্ডের ক্রিকেটাররা আছেন এই তালিকায়। গ্রিস, রোমানিয়া, ওমানের ক্রিকেটারও আছেন এবারের বিগ ব্যাশের ড্রাফটে। 

তালিকায় সবচেয়ে বেশি ক্রিকেটার ইংল্যান্ডের। পাকিস্তান, আফগানিস্তানের উল্লেখযোগ্য সংখ্যক ক্রিকেটারও আছেন ড্রাফটে। ছেলেদের বিগ ব্যাশের মতো মেয়েদের টুর্নামেন্টের জন্য নিবন্ধন করেছেন ১২৪ জনের মতো ক্রিকেটার। একমাত্র বাংলাদেশি হিসেবে এই তালিকায় আছেন অভিজ্ঞ পেসার জাহানারা আলম।

বাংলাদেশের বিকল্প হিসেবে স্কটল্যান্ডের সঙ্গে কথা হয়নি আইসিসির

রংপুরের বিপক্ষে আক্রমণাত্মক ক্রিকেটের বার্তা সিলেটের

উইজডেনের বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশে মোস্তাফিজ, আরও যাঁরা আছেন

বিসিবিকে ২১ জানুয়ারির ডেডলাইনের ব্যাপারে কিছু বলেনি আইসিসি

ভারত সিরিজের চেয়ে বিপিএলকে বেশি গুরুত্ব দিচ্ছেন নিউজিল্যান্ডের অলরাউন্ডার

বাংলাদেশ না খেললে বিশ্বকাপে স্কটল্যান্ড

বাংলাদেশকে ‘সমর্থন’ জানিয়ে বিশ্বকাপ প্রস্তুতি বন্ধ রাখল পাকিস্তান

আইপিএলের মতো ‘সিস্টেম’ এবার চালু হচ্ছে পিএসএলেও

বিশ্বকাপ দলের পাঁচ তারকা ছাড়াই পাকিস্তানে যাচ্ছে অস্ট্রেলিয়া

বিসিবির দুর্নীতিবিরোধী ইউনিটের কাজে ক্ষুব্ধ সাইফ