হোম > খেলা > ক্রিকেট

মুমিনুল জানালেন, বাংলাদেশ কেন হেরেছে

ঢাকা: আরও একটি অসহায় আত্মসমাপর্ণ বাংলাদেশ দলের। পাল্লেকেলেতে সিরিজের দ্বিতীয় টেস্টে ২০৯ রানে হেরেছেন মুমিনুলরা। বাংলাদেশ সিরিজটা হেরেছে ১–০ ব্যবধানে। এই টেস্ট দিয়ে শেষ বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপ। পাল্লেকেলেতে সিরিজের প্রথম টেস্টে দুর্দান্ত খেলা বাংলাদেশ কেন দ্বিতীয় টেস্টে পথ হারিয়ে ফেলেছে, সে ব্যাখ্যায় অধিনায়ক মুমিনুল হক জানিয়েছেন, টস হারাটাই তাঁদের পিছিয়ে দিয়েছে অনেক।

দিনের তৃতীয় ওভারে প্রবীণ জয়বিক্রমের বলে এলবিডব্লুর ফাঁদে পড়েন আগের দিনের অপরাজিত ব্যাটসম্যান লিটন দাস (১৭)। লঙ্কান ঘূর্ণিতে নিয়মিত বিরতিতে উইকেট হারানোর মধ্যে মিরাজ যা একটু খেলেছিলেন। মিরাজ আউট হওয়ার পর বাংলাদেশের পরাজয় হয়ে সময়ের ব্যাপার দাঁড়ায়। এভাবে অসহায় আত্মসমাপর্ণের ব্যাখ্যায় মুমিনুল হক বলেছেন, ‘বাংলাদেশ আর শ্রীলঙ্কার আবহাওয়া প্রায় একই, যা একটু পার্থক্য আর্দ্রতায়। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে টস। ম্যাচের অর্ধেকটা নির্ধারণ করে দিয়েছে টসই ।’

শ্রীলঙ্কা প্রথম ইনিংসে ৭ উইকেটে ৪৯৩ রান তুলে ইনিংস ঘোষণা করে। প্রথম ইনিংসে বাংলাদেশের দুই ওপেনার তামিম ইকবাল ও সাইফ হাসানও ভালো শুরু এনে দিয়েছিলেন। দুজনের ওপেনিং জুটিতে এসেছিল ৯৮ রান। ৩৭ রানে শেষ ৭ উইকেট হারিয়ে ২৫১ রানে অলআউট হয় বাংলাদেশ। মুমিনুল এই ব্যাটিং ব্যর্থতার ব্যাখ্যা দিয়েছেন এভাবে, ‘আন্তর্জাতিক ম্যাচ খেলতে হলে আপনাকে চাপ নিতে হবে। প্রথম ইনিংসে ২৫১ রানে অলআউট হয়েই ম্যাচটা হেরে গিয়েছি। আরও ভালো ব্যাটিং করা উচিত ছিল।’

বিপিএল খেলতে ঢাকায় কেন উইলিয়ামসন

এগোলেন সুপ্তা, পেছালেন জ্যোতি

সবার আগে ফাইনালে বিসিবির দল

নিদাহাস ট্রফিতে শেষ বলে ভারতের ছক্কার স্মৃতি মনে পড়ল লিটনের

বৃষ্টিতে পরিত্যক্ত বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ, এখন বাংলাদেশের সমীকরণ কী

কার ডাকে শেষ মুহূর্তে বিপিএল খেলতে এসেছেন ওকস

বাংলাদেশ-ভারতের রাজনৈতিক বৈরিতা নিয়ে লিটনের ‘নো অ্যানসার’

বিশ্বকাপের আগমুহূর্তে দুশ্চিন্তা বেড়েই চলেছে দক্ষিণ আফ্রিকার

বিপিএল থেকে বিদায় নিয়ে উইকেটের সমালোচনায় লিটন

শেষ বলে ছক্কা মেরে রংপুরকে বিদায় করলেন সিলেটের ওকস