হোম > খেলা > ক্রিকেট

লিটন-সৈকতদের দ্রুত শিখতে বলছেন মুশফিক

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের দুটি ম্যাচেই সহজ জয় পেলেও বাংলাদেশের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে লিটন দাস–মোসাদ্দেক হোসেনদের পারফরম্যান্স। অভিজ্ঞদের কাঁধে ভর করেই আসলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতেছে বাংলাদেশে। দুই ম্যাচেরই নায়ক মুশফিকুর রহিম দলের তরুণ ক্রিকেটারদের দ্রুত দায়িত্ব নেওয়া শিখতে বলেছেন।

সিরিজের দুই ম্যাচেই বাংলাদেশকে লড়াইয়ের পুঁজি এনে দিয়েছেন দুই অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিক ও মাহমুদউল্লাহ। লিটন-মোসাদ্দেক-আফিফদেরও এভাবে দায়িত্ব নেওয়ার আহ্বান মুশফিকের। এটি না হলে অভিজ্ঞদের ওপর চাপ বেশি পড়বে বলে মনে করেন বাংলাদেশ দলের এই তারকা ব্যাটসম্যান।

কাল ম্যাচশেষে মুশফিক বলেছেন, ‘ওদের জন্য ভালো সুযোগ ছিল। ওরা চেষ্টা করেছে। কিন্তু ওরা আরেকটু হিসাবি হলে আরও ভালো করবে। এসব উইকেটে আরেকটু হিসেব করেই খেলতে হবে। কখন কম ঝুঁকি নিয়ে খেলবে, কখন বেশি—এটা নিজেকেও বুঝতে হবে। আশা করি তারা সময়ের সঙ্গে আরও পরিণত হবে। খুবই খুশি হবে যদি ওরা খুব তাড়াতাড়ি এখান থেকে শিক্ষা নিতে পারে। না হলে দেখা যাবে সব চাপ আমাদের (অভিজ্ঞদের) ওপর চলে আসছে। তখন আসলে কঠিন হয়ে যাবে।’

মুশফিক আশাবাদী, দ্রুত চাপ নেওয়ার কাজটা রপ্ত করে ফেলবেন লিটনেরা, ‘আমি মনে করি ওরা দ্রুতই অবদান রাখা শুরু করবে। আর সেটা হলে আমরা বিশেষ করে ওয়ানডেতে আরও ভালো দল হয়ে যাব।’

ভারত সিরিজের দলে নিউজিল্যান্ডের একগাদা চমক, নেই উইলিয়ামসন

এক ম্যাচ আগেই প্লে-অফে সাকিবরা, তাসকিন-মোস্তাফিজদের কী হবে

ক্রিকেটারদের বিরুদ্ধে মদ্যপানের অভিযোগ, কী বলছে ইংল্যান্ড

বিপিএলে দেখা যাবে বাবা-ছেলে জুটি

দুর্নীতির অভিযোগ উড়িয়ে দিলেন বুলবুল

বিপিএলে আমিরের কাছে ইবাদতের চাওয়া অনেক বেশি

পজিশন নয়, বিপিএলে অঙ্কনের ভাবনায় পারফরম্যান্স

এক ওভারে ৫ উইকেট নিয়ে ইন্দোনেশিয়ার ক্রিকেটারের বিশ্ব রেকর্ড

দক্ষিণাঞ্চলকে হারিয়ে অলিখিত ফাইনালের অপেক্ষায় মধ্যাঞ্চল

সড়ক দুর্ঘটনার শিকার মেসির বোন, স্থগিত বিয়ে