হোম > খেলা > ক্রিকেট

লিটন-সৈকতদের দ্রুত শিখতে বলছেন মুশফিক

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের দুটি ম্যাচেই সহজ জয় পেলেও বাংলাদেশের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে লিটন দাস–মোসাদ্দেক হোসেনদের পারফরম্যান্স। অভিজ্ঞদের কাঁধে ভর করেই আসলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতেছে বাংলাদেশে। দুই ম্যাচেরই নায়ক মুশফিকুর রহিম দলের তরুণ ক্রিকেটারদের দ্রুত দায়িত্ব নেওয়া শিখতে বলেছেন।

সিরিজের দুই ম্যাচেই বাংলাদেশকে লড়াইয়ের পুঁজি এনে দিয়েছেন দুই অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিক ও মাহমুদউল্লাহ। লিটন-মোসাদ্দেক-আফিফদেরও এভাবে দায়িত্ব নেওয়ার আহ্বান মুশফিকের। এটি না হলে অভিজ্ঞদের ওপর চাপ বেশি পড়বে বলে মনে করেন বাংলাদেশ দলের এই তারকা ব্যাটসম্যান।

কাল ম্যাচশেষে মুশফিক বলেছেন, ‘ওদের জন্য ভালো সুযোগ ছিল। ওরা চেষ্টা করেছে। কিন্তু ওরা আরেকটু হিসাবি হলে আরও ভালো করবে। এসব উইকেটে আরেকটু হিসেব করেই খেলতে হবে। কখন কম ঝুঁকি নিয়ে খেলবে, কখন বেশি—এটা নিজেকেও বুঝতে হবে। আশা করি তারা সময়ের সঙ্গে আরও পরিণত হবে। খুবই খুশি হবে যদি ওরা খুব তাড়াতাড়ি এখান থেকে শিক্ষা নিতে পারে। না হলে দেখা যাবে সব চাপ আমাদের (অভিজ্ঞদের) ওপর চলে আসছে। তখন আসলে কঠিন হয়ে যাবে।’

মুশফিক আশাবাদী, দ্রুত চাপ নেওয়ার কাজটা রপ্ত করে ফেলবেন লিটনেরা, ‘আমি মনে করি ওরা দ্রুতই অবদান রাখা শুরু করবে। আর সেটা হলে আমরা বিশেষ করে ওয়ানডেতে আরও ভালো দল হয়ে যাব।’

মোস্তাফিজ ইস্যুতে প্রশ্ন করায় বিরক্ত হলেন মোহাম্মদ নবি

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে তাসকিনকে নিয়ে শঙ্কা

বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তনে রাজি হতে পারে আইসিসি, তবে...

রংপুর কি হ্যাটট্রিক হার এড়াতে পারবে

টেন্ডুলকারকে ছাড়িয়ে ২৮ হাজারে দ্রুততম কোহলি

আফগান বাপ-বেটার ঔজ্জ্বল্যে নোয়াখালীর জয়

ভারত-নিউজিল্যান্ড ম্যাচে বাংলাদেশি আম্পায়ার

শান্ত-ওয়াসিম ঝড়ে জয়ে ফিরল রাজশাহী

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ আয়োজন করতে প্রস্তুত পাকিস্তান

তাওহীদ হৃদয়ের ৩ রানের আক্ষেপ