হোম > খেলা > ক্রিকেট

আসল কাজে ফিরলেন সাকিব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ওয়েস্ট ইন্ডিজ সফরের পরই ছুটিতে যান সাকিব আল হাসান। জিম্বাবুয়ে সফরেও ছুটিতে ছিলেন তিনি। মাঠের ক্রিকেটে না থাকলেও এই সময়ে বেশ আলোচনায় ছিলেন এই অলরাউন্ডার। গত কয়েক দিন তাঁকে ঘিরেই দেশের ক্রিকেটে বিতর্কের যে ঝড় বয়ে গেছে, সেটা থেমেছে গতকালই। আর ঝড় শেষে নিজের আসল কাজে ফিরেছেন তিনি। 

মিরপুরে সাকিবের ব্যক্তিগত গাড়িতেই বেশির ভাগ সময় দেখা মেলে। তবে আজ এলেন ভিন্ন এক গাড়িতে। হয়তো সংবাদকর্মীদের চোখের আড়ালে থাকতেই এমন পরিকল্পনা তাঁর। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের একটি গাড়িতে মাঠে এসেছিলেন তিনি। 

সকাল সাড়ে ১০টায় মাঠে প্রবেশ করেন সাকিব। এরপর একাডেমি মাঠে মুমিনুল হকের সঙ্গে কিছুক্ষণ খোশগল্প করেন তিনি। ১১টার দিকে শেরেবাংলার মূল মাঠে প্রবেশ করেন তিনি। এরপর একজন ট্রেনারকে নিয়ে আধা ঘণ্টার মতো ফিটনেস অনুশীলন করেছেন। 

যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেই গতকাল ইনডোরে আসার কথা ছিল তাঁর। সাকিব আসবেন বলে প্রস্তুতি নিয়ে রেখেছিলেন ইনডোরের কর্মীরাও ৷ তবে গতকাল বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে বৈঠকের জন্য আর মাঠে আসা হয়নি তাঁর। 

সাকিব মাঠের মানুষ। বাইরে যতই আলোচনা হোক, ঠিক সময়েই মাঠে দেখা যায় তাঁকে। মাঠের বাইরের আলোচনা-সমালোচনা মাঠে এলেই ভুলে যান তিনি। নিজেকে প্রাণবন্ত করে রাখেন অনুশীলনেও।

ক্রিকেটার হিসেবে অবশ্যই বিশ্বকাপ খেলতে চাই

বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিলে আইনি পথ দেখবে বিসিবি

বাংলাদেশের সমর্থনে আইসিসিকে চিঠি দিল পাকিস্তান

বিপিএল খেলতে ঢাকায় কেন উইলিয়ামসন

এগোলেন সুপ্তা, পেছালেন জ্যোতি

সবার আগে ফাইনালে বিসিবির দল

নিদাহাস ট্রফিতে শেষ বলে ভারতের ছক্কার স্মৃতি মনে পড়ল লিটনের

বৃষ্টিতে পরিত্যক্ত বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ, এখন বাংলাদেশের সমীকরণ কী

কার ডাকে শেষ মুহূর্তে বিপিএল খেলতে এসেছেন ওকস

বাংলাদেশ-ভারতের রাজনৈতিক বৈরিতা নিয়ে লিটনের ‘নো অ্যানসার’