হোম > খেলা > ক্রিকেট

রুটকে নেতৃত্ব ছাড়তে বললেন বয়কট 

অস্ট্রেলিয়ার কাছে এরইমধ্যে অ্যাশেজ খুইয়েছে ইংল্যান্ড। প্রথম তিন ম্যাচের কোনোটিতেই প্রতিদ্বন্দ্বিতাও করতে পারেনি সফরকারীরা। মেলবোর্নে সর্বশেষটিতে তো ইনিংস ব্যবধানে হেরেছে জো রুটের দল।

ইংল্যান্ডের এমন অসহায় আত্মসমর্পণের পর জিওফ্রে বয়কট সব রাগ ঝেড়েছেন অধিনায়ক  রুটের ওপর। সাবেক এই ইংলিশ ক্রিকেটারের মতে রুটের এখন নেতৃত্বই ছেড়ে দেওয়া উচিত। 

বয়কট টেলিগ্রাফে একটি কলাম লিখে রুটের কড়া সমালোচনা করেছেন। তিনি লিখেছেন, ‘অস্ট্রেলিয়া ৩-০ ব্যবধানে এগিয়ে আছে। অ্যাশেজ হাত থেকে বের হয়ে গিয়েছে। রুট কি দয়া করে বলা বন্ধ করবে, অস্ট্রেলিয়া আমাদের চেয়ে বেশি ভালো দল নয়? ও নিজে অন্য দুনিয়ায় বাস করুক, কিন্তু আমাদের যেন  বোকা না ভাবে।’  

রুটের দিকে আঙুল তুলে তাকে অধিনায়কত্ব থেকে সরে দাঁড়াতে বলছেন বয়কট, ‘ও যা বলে সত্যিই যদি সেটি বিশ্বাস করে, তবে ওর ইংল্যান্ডের দলের অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার সময় এসেছে। আমরা সবাই সত্যিটা দেখতে পাচ্ছি। ও শুধু এটা দেখতে পারছে না। ইংল্যান্ড ব্যাট করতে পারে না। আমাদের বোলিং-ও অত্যন্ত সাধারণ মানের।’  

মেলবোর্নে ইংল্যান্ড তাদের দ্বিতীয় ইনিংসে মাত্র ৬৮ রানে অলআউট হয়ে গিয়েছিল। এমন ভরাডুবির পর ইংলিশ ক্রিকেটারদের  সমালোচনা করে সাবেক ইংলিশ অধিনায়ক ইয়ান বোথাম বলেছেন,  শুরুর মাত্র ১২ দিনের মধ্যে অ্যাশেজ হারতে দেখে রীতিমতো ‘বিব্রত’ হয়েছেন তিনি। 

বৃষ্টিতে বৃষ্টিতেই শেষ বাংলাদেশের প্রস্তুতি

‘বিশ্বকাপের আগে বাংলাদেশের সঙ্গে এমন ঘটনা ঘটুক, সেটা চাই না’

আমরা এক ইঞ্চিও নড়ব না, ভারতে যাব না: বিসিবি সহসভাপতি

বিপিএল ছেড়ে আফগানিস্তানের দায়িত্বে টবি র‍্যাডফোর্ড

দক্ষিণ আফ্রিকাকে এবারও ফাইনালে দেখতে চান বাংলাদেশের সাবেক কোচ

যুক্তরাষ্ট্রের ‘পাকিস্তানি’ ক্রিকেটারদের ভিসা প্রত্যাখ্যান করল ভারত

আফগানিস্তানকে চমকে দিয়ে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা

বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু সরাতে বিসিবির সঙ্গে আইসিসির সভা, আসেনি কোনো সিদ্ধান্ত

‘পাকিস্তানে ভারতের না খেলার কোনো যৌক্তিকতা নেই, আইসিসিও অসহায়’

কেমন ব্যাটিং করছেন কোটিপতি নাঈম শেখ