হোম > খেলা > ক্রিকেট

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দল দিল জিম্বাবুয়ে

সীমিত ওভারে দুটি সিরিজ খেলতে বাংলাদেশ দল এখন জিম্বাবুয়েতে। হারারেতে শনিবার (৩০ জুলাই) শুরু টি-টোয়েন্টি সিরিজ। আজ রাতে সেই সিরিজের দল দিয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট (জেডসি)।

ক্রেইগ আরভিনকে অধিনায়ক করে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে দেশটির বোর্ড। 

কদিন আগেই টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাই পর্বে চ্যাম্পিয়ন হয়ে ৬ বছর পর বিশ্ব আসরে ফিরেছে জিম্বাবুয়ে। তবে সেই টুর্নামেন্টে জোড়া ধাক্কাও খেয়েছে তারা। সে সময় চোটে পড়া অভিজ্ঞ দুই পেসার টেন্ডাই চাতারা ও ব্লেসিং মুজারাবানির খেলা হচ্ছে না বাংলাদেশের বিপক্ষে। 

চাতারা আঘাত পান কাঁধে। মুজারাবানির চোট ঊরুতে। তাঁদের জায়গায় সুযোগ পেয়েছেন ভিক্টর নিয়াউচি ও টানাকা চিভাঙ্গা। এই দুজনের অন্তর্ভুক্তি ছাড়া বিশ্বকাপ বাছাইয়ে খেলা দলটির ওপরই ভরসা রেখেছে জিম্বাবুয়ে বোর্ড। 

টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচ রোববার (৩১ জুলাই), শেষটি মঙ্গলবার (২ আগস্ট)। ওয়ানডে তিনটি হবে ৫,৭ ও ১০ আগস্ট। সব কটি ম্যাচ হারারে স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে। 

জিম্বাবুয়ের টি-টোয়েন্টি দল

ক্রেইগ আরভিন (অধিনায়ক), শন উইলিয়ামস, সিকান্দার রাজা, রায়ান বার্ল, রেজিস চাকাভা, টানাকা চিভাঙ্গা, লুক জঙ্গোয়ে, ইনোসেন্ট কাইয়া, ওয়েসলি মাদহেভেরে, তাদিওয়ানাশে মারুমানি, ওয়েলিংটন মাসাদাকাদজা, টনি মুনিওঙ্গা, রিচার্ড এনগারাভা, ভিক্টর নিয়াউচি ও মিল্টন শুম্বা।

আফগানিস্তান কি এবারও টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল খেলবে

বিপিএল থেকে কেন বাদ চট্টগ্রাম, ব্যাখ্যা দিল বিসিবি

সবুজসংকেত পেয়েও সাকিবের দেশে না ফেরার ব্যাখ্যায় বিসিবি যা বলছে

রুটের ঘাড়ে নিশ্বাস ফেলছেন ব্রুক

রশিদের নেতৃত্বেই বিশ্বকাপ খেলবে আফগানিস্তান, আরও যাঁরা আছেন

বিপিএলের চট্টগ্রাম-পর্ব বাদ দিল বিসিবি

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য বিশেষ দোয়া

অ্যাশেজে ক্রিকেটারদের মদ্যপান নিয়ে তদন্তে কী পেল ইংল্যান্ড

দুই উপদেষ্টার ‘গ্রিন সিগন্যাল’ পেয়েও দেশে আসতে পারেননি সাকিব

সাত বছর কোমায় থাকার পর লঙ্কান ক্রিকেটারের মৃত্যু