হোম > খেলা > ক্রিকেট

বাবরের অধিনায়কত্ব নিয়ে ভাবছে পিসিবি  

তিন সংস্করণে দীর্ঘদিন অধিনায়কত্ব করছেন বাবর আজম। এবার হয়তো তাঁর অধিনায়কত্বের পরিধি কমে আসতে পারে। বাবরের অধিনায়কত্বের ব্যাপারে ভাবছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।       

বাবরের অধিনায়ত্ব নিয়ে আলোচনা শুরু হয় ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড-এই তিন দলের বিপক্ষে ঘরের মাঠে টেস্ট সিরিজে পারফরম্যান্স নিয়ে। যেখানে ইংল্যান্ডের বিপক্ষে হোয়াইটওয়াশ ও অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ হেরেছিল পাকিস্তান। আর নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ ড্র হয়েছিল ০-০ তে। টেস্ট ও ওয়ানডেতে বাবরের যোগ্য প্রতিদ্বন্দ্বী মনে করা হচ্ছে শান মাসুদকে।

কয়েকদিন আগেই তিন ফরম্যাটে পাকিস্তানের তিন অধিনায়ক করার গুঞ্জন উঠেছিল। যেখানে বাবর নেতৃত্ব দেবেন টি-টোয়েন্টিতে এবং সরফরাজ আহমেদ ও শান মাসুদের টেস্ট ও ওয়ানডেতে অধিনায়কত্ব করার সম্ভাবনা জোরালো হয়েছিল। 

২০১৯ থেকে ২০২৩-এখন পর্যন্ত তিন সংস্করণে ১০৫ ম্যাচে নেতৃত্ব দিচ্ছেন বাবর। ৪৯.২৩ গড়ে করেছেন ৫১৭০ রান। ১২ সেঞ্চুরির সঙ্গে করেছেন ৪০ ফিফটি। বাবরের নেতৃত্বে পাকিস্তান জিতেছে ৬১ ম্যাচ ও ৩৩ ম্যাচে হেরেছে। ড্র হয়েছে ৪ ম্যাচ ও ১ ম্যাচ হয়েছে টাই। ৫ ম্যাচে কোনো ফলাফল আসেনি। এখন করাচিতে বাবরের নেতৃত্বে সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে পাকিস্তান খেলছে নিউজিল্যান্ডের বিপক্ষে।

বাংলাদেশের বিকল্প হিসেবে স্কটল্যান্ডের সঙ্গে কথা হয়নি আইসিসির

রংপুরের বিপক্ষে আক্রমণাত্মক ক্রিকেটের বার্তা সিলেটের

উইজডেনের বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশে মোস্তাফিজ, আরও যাঁরা আছেন

বিসিবিকে ২১ জানুয়ারির ডেডলাইনের ব্যাপারে কিছু বলেনি আইসিসি

ভারত সিরিজের চেয়ে বিপিএলকে বেশি গুরুত্ব দিচ্ছেন নিউজিল্যান্ডের অলরাউন্ডার

বাংলাদেশ না খেললে বিশ্বকাপে স্কটল্যান্ড

বাংলাদেশকে ‘সমর্থন’ জানিয়ে বিশ্বকাপ প্রস্তুতি বন্ধ রাখল পাকিস্তান

আইপিএলের মতো ‘সিস্টেম’ এবার চালু হচ্ছে পিএসএলেও

বিশ্বকাপ দলের পাঁচ তারকা ছাড়াই পাকিস্তানে যাচ্ছে অস্ট্রেলিয়া

বিসিবির দুর্নীতিবিরোধী ইউনিটের কাজে ক্ষুব্ধ সাইফ