হোম > খেলা > ক্রিকেট

চার সেঞ্চুরিতে লঙ্কানদের রানের পাহাড় 

গলে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিন থেকেই শ্রীলঙ্কার রাজত্ব। প্রথম দিনের মতো আজ দ্বিতীয় দিনেও লঙ্কানদের ইনিংসে হয়েছে জোড়া সেঞ্চুরি। চার সেঞ্চুরিতে আইরিশদের বিপক্ষে ৬০০ ছুঁইছুঁই রান করেছে শ্রীলঙ্কা।

৪ উইকেটে ৩৮৬ রানে আজ দ্বিতীয় দিনের খেলা শুরু করে শ্রীলঙ্কা। দিনের খেলা শুরুর অল্প সময়ের মধ্যেই উইকেট হারায় লঙ্কানরা। কার্টিস ক্যাম্ফারের বলে এলবিডব্লু হয়েছেন প্রবাথ জয়সুরিয়া। ২৩ বলে ১৬ রান করেন জয়সুরিয়া। সাত নম্বরে নেমে ধনঞ্জয় ডি সিলভা উইকেটে বেশিক্ষণ স্থায়ী হতে পারেননি। ১৬ বলে ১২ রান করা ডি সিলভাকে লেগবিফোরের ফাঁদে ফেলেন অ্যান্ডি ম্যাকব্রাইন। ডি সিলভার পর উইকেটে আসেন সাদিরা সামারাবিক্রমা। প্রায় ৪ বছর পর টেস্টে ফিরে সুযোগটা দারুণভাবে কাজে লাগিয়েছেন সামারাবিক্রমা। টেস্ট ক্যারিয়ারের প্রথম ফিফটিকেই সেঞ্চুরিতে পরিণত করলেন লঙ্কান এই ব্যাটার। ১১৪ বলে ১০৪ রানের অপরাজিত ইনিংস খেলেছেন তিনি। 

ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি তো সামারাবিক্রমা করেছেনই, সপ্তম উইকেট জুটিতে দিনেশ চান্দিমালের সঙ্গে ২১৫ বলে ১৮৩ রানের অবিচ্ছেদ্য জুটি গড়েছেন। চান্দিমাল তার টেস্ট ক্যারিয়ারের ১৪ তম সেঞ্চুরি পেয়েছেন চান্দিমাল। ১৫৫ বলে ১০২ রান করে অপরাজিত থাকেন লঙ্কান এই মিডল অর্ডার ব্যাটার। চার সেঞ্চুরিতে ৬ উইকেটে ৫৯১ রানে প্রথম ইনিংস ঘোষণা করে লঙ্কানরা। ইনিংস সর্বোচ্চ ১৭৯ রান করেন অধিনায়ক দিমুথ করুণারত্নে। আর প্রথম ইনিংস খেলতে নেমে একটু চাপে পড়েছে আয়ারল্যান্ড। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২ উইকেটে ১৩ রান করেছে আইরিশরা।

অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাসে ঝুঁকিতে নারী ফুটবলারদের ফিটনেস

বৃষ্টিতেই শেষ বাংলাদেশের প্রস্তুতি

‘বিশ্বকাপের আগে বাংলাদেশের সঙ্গে এমন ঘটনা ঘটুক, সেটা চাই না’

আমরা এক ইঞ্চিও নড়ব না, ভারতে যাব না: বিসিবি সহসভাপতি

বিপিএল ছেড়ে আফগানিস্তানের দায়িত্বে টবি র‍্যাডফোর্ড

দক্ষিণ আফ্রিকাকে এবারও ফাইনালে দেখতে চান বাংলাদেশের সাবেক কোচ

যুক্তরাষ্ট্রের ‘পাকিস্তানি’ ক্রিকেটারদের ভিসা প্রত্যাখ্যান করল ভারত

আফগানিস্তানকে চমকে দিয়ে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা

বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু সরাতে বিসিবির সঙ্গে আইসিসির সভা, আসেনি কোনো সিদ্ধান্ত

‘পাকিস্তানে ভারতের না খেলার কোনো যৌক্তিকতা নেই, আইসিসিও অসহায়’