হোম > খেলা > ক্রিকেট

বিশ্বকাপের দ্বিতীয় সেঞ্চুরি ফিলিপসের 

গ্লেন ফিলিপস চাইলে পাথুম নিশাংকাকে একটা ধন্যবাদ দিতেই পারেন। নিশানকা সহজ ক্যাচ না ছাড়লে তিন অঙ্কের ম্যাজিক ফিগারে যাওয়াই হতো না ফিলিপসের। আর ফিলিপসের দুর্দান্ত সেঞ্চুরিতে চ্যালেঞ্জিং স্কোর করল নিউজিল্যান্ড। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে শ্রীলঙ্কাকে ১৬৮ রানের লক্ষ্য দিয়েছে কিউইরা।

আজ শুরুতে কিছুটা ধীরগতিতে খেলছিলেন ফিলিপস। ব্যক্তিগত ১২ রানে জীবনও পেয়েছিলেন। ওয়ানিন্দু হাসারাঙ্গার বলে লং-অফে সহজ ক্যাচ হাতছাড়া করেছেন নিশানকা। আর এই সুযোগ বেশ ভালোভাবে কাজে লাগিয়েছেন কিউই মিডল অর্ডার ব্যাটার। জীবন পেয়ে একের পর এক বাউন্ডারি হাঁকাতে থাকেন। ১৯তম ওভারের প্রথম বলে মাহিশ থিকশানাকে চার মেরে তুলে নেন আন্তর্জাতিক টি-টোয়েন্টির দ্বিতীয় সেঞ্চুরি। একই সঙ্গে এই বিশ্বকাপেরও দ্বিতীয় সেঞ্চুরিয়ানও বনে যান ফিলিপস। ফিলিপসের আগে এই বিশ্বকাপে সেঞ্চুরি পেয়েছিলেন রাইলি রুশো। এই সিডনিতেই গত বৃহস্পতিবার বাংলাদেশের বিপক্ষে তিন অঙ্ক ছুঁয়েছিলেন রুশো।

টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। প্রথম চার ওভারে ১৫ রান তুলতেই ৩ উইকেট হারায় কিউইরা। দুই ওপেনার ফিন অ্যালেন, ডেভন কনওয়ে, অধিনায়ক উইলিয়ামসন প্রত্যেকেই আউট হয়েছেন ১ অঙ্কের ঘরে। এখান থেকেই ঘুরে দাঁড়ানো শুরু করে কিউইরা। আর ফিল্ডিংয়েও একের পর এক ভুল করতে থাকে লঙ্কানরা। চতুর্থ উইকেট জুটিতে ফিলিপস-ড্যারিল মিচেল করেন ৬৪ বলে ৮৪ রানের জুটি। এরপর শেষের দিকে  বেশ কিছু উইকেট পড়লেও ১৬০ পেরিয়েছে নিউজিল্যান্ড। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৬৭ করে কিউইরা।

আফগানিস্তান কি এবারও টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল খেলবে

বিপিএল থেকে কেন বাদ চট্টগ্রাম, ব্যাখ্যা দিল বিসিবি

সবুজসংকেত পেয়েও সাকিবের দেশে না ফেরার ব্যাখ্যায় বিসিবি যা বলছে

রুটের ঘাড়ে নিশ্বাস ফেলছেন ব্রুক

রশিদের নেতৃত্বেই বিশ্বকাপ খেলবে আফগানিস্তান, আরও যাঁরা আছেন

বিপিএলের চট্টগ্রাম-পর্ব বাদ দিল বিসিবি

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য বিশেষ দোয়া

অ্যাশেজে ক্রিকেটারদের মদ্যপান নিয়ে তদন্তে কী পেল ইংল্যান্ড

দুই উপদেষ্টার ‘গ্রিন সিগন্যাল’ পেয়েও দেশে আসতে পারেননি সাকিব

সাত বছর কোমায় থাকার পর লঙ্কান ক্রিকেটারের মৃত্যু