হোম > খেলা > ক্রিকেট

দেশভাগের পর এশিয়ান ব্যাটার হিসেবে শানই যেখানে প্রথম 

কাউন্টি চ্যাম্পিয়নশিপে ইতিহাস গড়েছেন শান মাসুদ। এই পাকিস্তানি ব্যাটার ডার্বিশায়ারের হয়ে টানা দুটি ডাবল সেঞ্চুরি করে রেকর্ডের পাতায় নাম তুলেছেন।  শানই প্রথম পাকিস্তানি ক্রিকেটার, যিনি কাউন্টিতে টানা দুটি ডাবল সেঞ্চুরির দেখা পেলেন। 

৩২ বছর বয়সী শান গতকাল লেস্টারশায়ারের বিপক্ষে ২৬৮ বলে ২১৯ রান করেছেন। আগের ম্যাচে সাসেক্সের বিপক্ষে শান করেছিলেন ২৩৯ রান। সব মিলিয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে দ্বিতীয় পাকিস্তানি ব্যাটার হিসেবে এই কীর্তি গড়লেন তিনি। এর আগে ১৯৭৮ সালে প্রথম পাকিস্তানি ব্যাটার হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে টানা দ্বিশতক করেছিলেন আরশাদ পারভেজ। আর কাউন্টিতে সবশেষ কোনো এশিয়ান ব্যাটার টানা দুটি ডাবল সেঞ্চুরি করেছিলেন ১৯৩৩ সালে। ৮৯ বছর আগে নবাব ইফতেখারউদ্দিন ওরচেস্টারশায়ারের হয়ে ২৩১ ও ২২৪ রান করেছিলেন। 

ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে দলে জায়গা পাননি শান। নিজেকে প্রমাণের মঞ্চ হিসেবে বেছে নিয়েছেন কাউন্টি চ্যাম্পিয়নশিপ। ব্যাটে রাব ফোয়ারা ছুটিয়ে এখন পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। দুই ফিফটি ও দুই ডাবল সেঞ্চুরিতে করছেন ৬১১ রান। শানের ব্যাট যেভাবে আলো ছড়াচ্ছে, তাতে পাকিস্তানের টেস্ট দলে আবারও ডাক পাওয়া এখন শুধু সময়ের ব্যাপার।

‘ভারতের কোনো ভেন্যুতেই খেলবে না বাংলাদেশ’

বাংলাদেশ ইস্যুতে কঠিন চাপে আইসিসি চেয়ারম্যান জয় শাহ

বিপিএলের মাঝপথে বড় ধাক্কা খেল চট্টগ্রাম

এমনি এমনি তো কারও ফোন নেয় না: ফিক্সিং ইস্যুতে বিসিবি পরিচালক

প্যাড পরা অবস্থায় ক্রিকেটারকে জিজ্ঞাসাবাদ করা বাজে হয়েছে: বিসিবির সাবেক নির্বাচক

বাংলাদেশে সাকিব-তামিমদের মতো বিশ্বমানের খেলোয়াড়ের অভাব দেখছেন মঈন

‘শাহরুখের পরিবর্তে চেন্নাই মোস্তাফিজকে নিলে কি ধোনিকে গাদ্দার বলা হতো’

ভারত ইস্যুতে দেশের ক্রিকেটে ‘গৃহবিবাদ’

বয়সী অস্ট্রেলিয়ার ছিল বেশি অভিজ্ঞতাও

চেহারায় খেলা হয় না, খেলা হয় মাঠে: ম্যাচ হেরে রংপুরের কোচ