হোম > খেলা > ক্রিকেট

খেলেই জিততে চায় বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

টিম সেইফার্টের তাণ্ডব থামালেন তানজিম হাসান সাকিব। রিশাদ হোসেন বোলিং আক্রমণে এসে বাংলাদেশকে ফেরান ম্যাচের নিয়ন্ত্রণে। উইকেট পাননি এই লেগ স্পিনার, কিন্তু কিপটে বোলিংয়ে চাপে ফেলে দেন নিউজিল্যান্ডকে। এর পরই মাউন্ট মঙ্গানুইয়ে নামে অঝোরে বৃষ্টি।

১১ ওভারে ২ উইকেট হারিয়ে নিউজিল্যান্ডের রান যখন ৭২, বৃষ্টি এসে মাঠের দখল নিলে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়। এতে নিউজিল্যান্ডের মাঠে প্রথমবারের মতো সিরিজ জয়ের যে স্বপ্ন দেখছে বাংলাদেশ দল, সেই অপেক্ষা বাড়ল।

দ্বিতীয় টি-টোয়েন্টি বৃষ্টিতে ভেসে গেলেও অস্বস্তির কিছু নেই নাজমুল হোসেন শান্তর দলের। দ্বিতীয় ম্যাচ পরিত্যক্ত হওয়ায় এটা অন্তত নিশ্চিত হয়েছে—এই সিরিজে হারছে না বাংলাদেশ। নেপিয়ারে প্রথম টি-টোয়েন্টি জেতায় সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে শান্তর দল।

আগামীকাল ভোরে একই ভেন্যু মাউন্ট মঙ্গানুইয়ে শেষ টি-টোয়েন্টি। এই ম্যাচ জিতলে নিউজিল্যান্ডের মাঠে যেকোনো সংস্করণে প্রথম সিরিজ জিতবে বাংলাদেশ। কাছাকাছি এসে এই ইতিহাস গড়ার সুযোগটা হাতছাড়া করতে চাইবে না বাংলাদেশ। দলও আত্মবিশ্বাসী বলে গতকাল ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে জানালেন রিশাদ, ‘আমাদের সবার শতভাগ (সিরিজ জয়ের) বিশ্বাস আছে। আপনারাও আমাদের ওপর শতভাগ বিশ্বাস রাখবেন।’

প্রথম দুটি ম্যাচ শুরু হয়েছিল বাংলাদেশ সময় দুপুর ১২টা ১০ মিনিটে। তবে শেষ টি-টোয়েন্টিটি শুরু হবে আগামীকাল ভোর ৬টায়। স্থানীয় আবহাওয়ার পূর্বাভাসে তৃতীয় ম্যাচের দিনও বৃষ্টির সম্ভাবনা। তবে গতকালের চেয়ে সেদিন তাপমাত্রা কিছুটা বাড়বে (সর্বোচ্চ ২৪ ডিগ্রি সেলসিয়াস) বলে পূর্বাভাসে বলা হয়েছে। তবে বৃষ্টির কারণে সেই ম্যাচও যদি ভেস্তে যায়, প্রথম ম্যাচ জয়ের সুবাদে সিরিজ জিতে যাবে বাংলাদেশ।

তবে প্রকৃতির আনুকূল্য নিয়ে নয়, খেলেই জিততে চায় দল। রিশাদের ভাষায়, ‘আমাদের যে প্রক্রিয়া, সেটা মেনেই খেলার চেষ্টা করব। এত বড় সুযোগ পেয়েছি, চেষ্টা করব কাজে লাগানোর।’

দ্বিতীয় টি-টোয়েন্টিতে সেইফার্টের ২৩ বলে ৪৩ রানের ঝোড়ো ইনিংসে পাওয়ারপ্লেতেই ৫৪ রান তোলে নিউজিল্যান্ড। কিন্তু পাওয়ারপ্লের পর বোলিংয়ে এসে ৩ ওভারে মাত্র ১০ রান দিয়ে স্বাগতিকদের ওপর চাপ তৈরি করেছিলেন রিশাদ। শেষ টি-টোয়েন্টিতেও এমন কিছুই রিশাদের কাছে চাইবে দল।

ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচ পরিত্যক্ত হওয়ার পর রাজ্য ক্রিকেট সংস্থার ‘বিশেষ ব্যবস্থা’

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে অধিনায়ক বদলাল শ্রীলঙ্কা

বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠাল পাকিস্তান, ভারত-শ্রীলঙ্কা ম্যাচের কী হবে

তাহলে কি বাংলাদেশ-ভারত ফাইনাল

হেডের সেঞ্চুরিতে বড় লিডের পথে অস্ট্রেলিয়া

কনওয়ের ডাবল সেঞ্চুরি, মাউন্ট মঙ্গানুইতে ব্যাটারদের দাপট

সবার আগে বিশ্বকাপের দল দিল পাকিস্তান

ওসমান হাদির মৃত্যুতে শোকাহত বিসিবি-বাফুফে

বাংলাদেশ-পাকিস্তান সেমিফাইনাল দেখবেন কোথায়

বিশ্বকাপে প্রস্তুতি ম্যাচে প্রতিপক্ষ কারা, জানাল বিসিবি