হোম > খেলা > ক্রিকেট

এসিসির সিদ্ধান্তই মানতে হচ্ছে বিসিবিকে

২০২৩ এশিয়া কাপের সূচি গতকাল ঘোষণা করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। হাইব্রিড মডেলে পাকিস্তান-শ্রীলঙ্কা-এই দুই দেশে হবে এবারের এশিয়া কাপ। সূচি অনুযায়ী বাংলাদেশকে দুই দেশেই খেলতে হবে টুর্নামেন্ট। এসিসির এই সিদ্ধান্ত মেনে নিতে হবে বলে মনে করছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস। 

এবারের এশিয়া কাপে খেলবে ৬ দল। ‘এ’ গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান ও নেপাল। আর ‘বি’ গ্রুপে রয়েছে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফগানিস্তান। ৩১ আগস্ট ক্যান্ডিতে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের এশিয়া কাপ মিশন। ৩ সেপ্টেম্বর লাহোরে আফগানিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। তিন দিনের ব্যবধানে দুই দেশে ম্যাচ খেললে এর প্রভাব পড়বে বলে মনে করছেন জালাল। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান মিরপুরে আজ সাংবাদিকদের বলেছেন, ‘হ্যাঁ, আমাদের প্রথম ম্যাচটা খেলে আবার লাহোরে যেতে হবে। যেতে হবে, কিছু করার নেই। ৩০ তারিখের পর ৩ তারিখ আরেকটা ম্যাচ। ভ্রমণ যেন আরামদায়ক হয়, এজন্য এসিসি সিদ্ধান্ত নিয়েছে চার্টার্ড প্লেনে আসা-যাওয়া করবে দলগুলো। ভ্রমণে তো এর প্রভাব ফেলে বলে আমি মনে করি। বিমানে ভ্রমণ করলে ২-৩ ঘণ্টা আগে যেতে হয়, লাগেজ নিয়ে যেতে হয়। মানসিক প্রস্তুতিরও ব্যাপার আছে। আর শ্রীলঙ্কা থেকে পাকিস্তান অনেক দূরে। যেহেতু এসিসির সিদ্ধান্ত আর সবাই অংশ নিচ্ছে...আমাদেরও মেনে নিতে হচ্ছে।’

৩০ আগস্ট থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত হবে এশিয়া কাপ। ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে এবারের এশিয়া কাপ হবে ওয়ানডে ফরম্যাটে। এরপর ৫ অক্টোবর ভারতে শুরু হবে বিশ্বকাপ। বিশ্বকাপের আগে হওয়া এশিয়া কাপকে গুরুত্বপূর্ণ মনে করছেন জালাল, ‘খুব গুরুত্বপূর্ণ। এসিড টেস্ট বলুন কিংবা অনুশীলন-খুবই গুরুত্বপূর্ণ।’

বাংলাদেশের বিকল্প হিসেবে স্কটল্যান্ডের সঙ্গে কথা হয়নি আইসিসির

রংপুরের বিপক্ষে আক্রমণাত্মক ক্রিকেটের বার্তা সিলেটের

উইজডেনের বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশে মোস্তাফিজ, আরও যাঁরা আছেন

বিসিবিকে ২১ জানুয়ারির ডেডলাইনের ব্যাপারে কিছু বলেনি আইসিসি

ভারত সিরিজের চেয়ে বিপিএলকে বেশি গুরুত্ব দিচ্ছেন নিউজিল্যান্ডের অলরাউন্ডার

বাংলাদেশ না খেললে বিশ্বকাপে স্কটল্যান্ড

বাংলাদেশকে ‘সমর্থন’ জানিয়ে বিশ্বকাপ প্রস্তুতি বন্ধ রাখল পাকিস্তান

আইপিএলের মতো ‘সিস্টেম’ এবার চালু হচ্ছে পিএসএলেও

বিশ্বকাপ দলের পাঁচ তারকা ছাড়াই পাকিস্তানে যাচ্ছে অস্ট্রেলিয়া

বিসিবির দুর্নীতিবিরোধী ইউনিটের কাজে ক্ষুব্ধ সাইফ