ফিফটি করে ওয়ানডে সংস্করণের প্রত্যাবর্তনটা রাঙিয়েছিলেন বেন স্টোকস। গতকাল তো আরও দুর্দান্ত এক ইনিংসই খেললেন ইংল্যান্ডের টেস্ট দলের অধিনায়ক। ইংল্যান্ডের হয়ে ওয়ানডেতে সর্বোচ্চ ১৮২ রানের ইনিংস খেলার রেকর্ড।
রেকর্ডটি গড়ার পথে স্টোকস পেছনে ফেলেছেন জেসন রয়ের ১৮০ রানের ইনিংসকে। ম্যাচ শেষে তাই সতীর্থের কাছে ক্ষমা চেয়েছেন তিনি। সঙ্গে অবসর ভেঙে ওয়ানডেতে ফেরা নিয়েও কথা বলেছেন তিনি। ৩২ বছর বয়সী অলরাউন্ডার বলেছেন, ‘ওপরে (ড্রেসিংরুমে) জেসের কাছে ক্ষমা চেয়েছি। সে বলেছে, দারুণ খেলেছ। আমি বলেছি, দুঃখিত। মনে হয় না তার অতটা খারাপ লাগবে। সতীর্থ হিসেবে রেকর্ড গড়ায় তার খুশিই হওয়ার কথা।’
স্টোকসের রেকর্ডের রাতে বড় জয়ও পেয়েছে ইংল্যান্ড। নিউজিল্যান্ডকে ১৮১ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে ইংলিশরা। স্টোকসের ১৮২ ও ডেভিড মালানের ৯৬ রানের ইনিংসের ওপর ভর করে তৃতীয় ওয়ানডেতে ৩৬৮ রান করে তারা। লক্ষ্য তাড়া করতে নেমে ১৮৭ রানে অলআউট হয় কিউইরা।
ম্যাচ জিততে না পারলেও রেকর্ড গড়েছেন ট্রেন্ট বোল্ট। নিউজিল্যান্ডের হয়ে ওয়ানডেতে সর্বোচ্চ ৫ উইকেট নেওয়ার রেকর্ড গড়েছেন তিনি। ষষ্ঠবারের মতো ৫ উইকেট নিয়েছেন। কীর্তি গড়তে পেছনে ফেলেছেন কিংবদন্তি পেসার স্যার রিচার্ড হ্যাডলির নেওয়া পাঁচবারের কীর্তি। গতকাল জিততে না পারলেও আগামীকাল ম্যাচ জয়ের সুযোগ থাকছে বোল্টের, সঙ্গে দলকে সিরিজে সমতায় ফেরানোরও। সিরিজের শেষ ও চতুর্থ ওয়ানডে হবে লর্ডসে। গতকালের জয়ে ২–১ ব্যবধানে এগিয়ে স্বাগতিক ইংল্যান্ড।