হোম > খেলা > ক্রিকেট

গাপটিলের রেকর্ডের দিনে নিউজিল্যান্ডের হার

আন্তর্জাতিক টি-টোয়েন্টির সর্বোচ্চ রানের তালিকা নিয়ে মিউজিক্যাল চেয়ার খেলা চলছেই। আজ মার্টিন গাপটিল তো কাল রোহিত শর্মা। এ দুজন ব্যাটারের মধ্যে লড়াইটা বেশ জমেছে। কিছুদিন আগে উইন্ডিজ সিরিজে গাপটিলকে ছাড়িয়ে সর্বোচ্চ রানের মালিক হয়েছিলেন রোহিত। আর গতকাল সেই উইন্ডিজদের বিপক্ষেই হারানো সিংহাসন ফিরে পেলেন কিউই ব্যাটার। 

কিংস্টোনে সিরিজের শেষ ও তৃতীয় টি-টোয়েন্টিতে খুব বড় ইনিংস খেলতে পারেননি গাপটিল। ১৩ বলে ১৫ রান করে বোল্ড হয়েছেন স্পিনার আকিল হোসেনের বলে। তবে ছোট এই ইনিংসে তিনি রেকর্ড গড়েছেন টি-টোয়েন্টিতে। সংক্ষিপ্ত সংস্করণে এখন সর্বোচ্চ রানের মালিক এই ওপেনার। এদিন ভারতীয় অধিনায়ক রোহিতকে ছাড়িয়ে গেছেন তিনি। বর্তমানে কিউই ওপেনারের রান ৩৪৯৭। এই রান করতে তিনি ১২১ ম্যাচ খেলেছেন। ১৩২ ম্যাচে ৩৪৮৭ রান করে তালিকার দুয়ে আছেন রোহিত। এ দুজনের রানের পার্থক্য মাত্র ১০। তবে তৃতীয় স্থানে থাকা বিরাট কোহলির সঙ্গে ১৮৯ রানের পার্থক্য গাপটিলের। দীর্ঘদিন ধরে ছন্দহীন ভারতীয় ব্যাটারের সংগ্রহ ৯৯ ম্যাচে ৩৩০৮ রান। 

গাপটিল ব্যক্তিগত পারফরম্যান্সে উজ্জ্বল হলেও তাঁর দলের পারফরম্যান্স ছিল হতাশার। উইন্ডিজকে ধবলধোলাইয়ের লক্ষ্যে নামা ম্যাচে নিউজিল্যান্ড হেরেছে ৮ উইকেটের বিশাল ব্যবধানে। উইন্ডিজরা ১৪৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দুই ওপেনারের ফিফটিতে ৮ উইকেটে ম্যাচ জেতে। ৫৩ রানে ব্র্যান্ডন কিং আউট হলেও শামার ব্রুকসের অপরাজিত ৫৬ রান ক্যারিবিয়ানদের সহজে ম্যাচ জেতাতে অবদান রাখে। এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে কিউইদের সংগ্রহ দাঁড়িয়েছিল ১৪৫ রান ৭ উইকেটে। ৪১ রান করেন দলের সর্বোচ্চ স্কোরার গ্লেন ফিলিপস। শেষ ম্যাচ হারলেও নিউজিল্যান্ড ২-১ টি-টোয়েন্টি সিরিজ জিতেছে।

মোস্তাফিজদের বিপক্ষে খরুচে বোলিংয়ে তাসকিনের ৩ উইকেট

২৫৮ রান তাড়া করে জিতে ব্রিসবেনের ইতিহাস

সেই দুবাইয়ে ফের ভারত-পাকিস্তান ফাইনাল

বাংলাদেশকে হ্যাটট্রিক ফাইনাল খেলতে দিল না পাকিস্তান

পাকিস্তানের বিপক্ষে এলোমেলো ব্যাটিংয়ে মুখ থুবড়ে পড়ল বাংলাদেশ

মেয়েদের বিসিএলে রোমাঞ্চের এক দিন

ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচ পরিত্যক্ত হওয়ার পর রাজ্য ক্রিকেট সংস্থার ‘বিশেষ ব্যবস্থা’

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে অধিনায়ক বদলাল শ্রীলঙ্কা

বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠাল পাকিস্তান, ভারত-শ্রীলঙ্কা ম্যাচের কী হবে

তাহলে কি বাংলাদেশ-ভারত ফাইনাল