হোম > খেলা > ক্রিকেট

টেস্ট দলে মোস্তাফিজ, সাদা বলে ফিরলেন বিজয়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ওয়েস্ট ইন্ডিজ সফরে তিন সংস্করণ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তিনটি ভিন্ন ভিন্ন সংস্করণে চমক হিসেবে আছেন বেশ কয়েকজন। সবচেয়ে বড় চমক তিন বছর পর জাতীয় দলে ফিরেছেন এনামুল হক বিজয়। 

আজ রোববার এক প্রেস বিজ্ঞাপ্তিতে টেস্টে ১৬, ওয়ানডেতে ১৭ এবং টি-টোয়েন্টিতে ১৫ সদস্যের দল ঘোষণা করে বিসিবি। 
 
 ২০২১ সালের জানুয়ারিতে সবশেষ ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট খেলেছিলেন মোস্তাফিজ। আবারও সেই ওয়েস্ট ইন্ডিজ দিয়েই সাদা পোশাকের ক্রিকেটে ফিরছেন তিনি। একই সঙ্গে টি-টোয়েন্টি বিশ্বকাপে চোট পেয়ে বাদ পড়া সাইফউদ্দিনও ফিরছেন ওডিআই ও টি-টোয়েন্টিতে। 

বড় চমক বিজয় ২০১৯ সালে শ্রীলঙ্কা সফরে সবশেষ ওয়ানডে খেলেছিলেন। আর টি-টোয়েন্টি খেলেছিলেন ৭ বছর আগে ২০১৫ সালে জিম্বাবুয়ে সিরিজে। লম্বা সময় পর এই দুই সংস্করণের দলে ফিরলেন তিনি। 

উইন্ডিজ সফরে টেস্ট ও টি-টোয়েন্টি খেললেও ওয়ানডে থেকে ছুটি নিয়েছেন সাকিব আল হাসান। এ ছাড়া হজ পালনের উদ্দেশে সৌদি আরব যাচ্ছেন মুশফিকুর রহিম। পুরো সফরেই এই অভিজ্ঞ ক্রিকেটারকে পাচ্ছে না বাংলাদেশ। 

জুন-জুলাইয়ের এই সফরে বাংলাদেশ ২টি টেস্ট,৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। ১৫ জুন থেকে শুরু হয়ে ১৬ জুলাই পর্যন্ত ম্যাচগুলো হবে। 

টেস্ট দল : মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, মাহমুদুল হাসান, নাজমুল হোসেন, লিটন দাস, সাকিব আল হাসান, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ, ইয়াসির আলী, নুরুল হাসান, মোসাদ্দেক হোসেন, ইবাদত হোসেন, শহীদুল ইসলাম, রেজাউর রহমান, মোস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ। 

ওয়ানডে দল :তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, ইবাদত হোসেন, ইয়াসির আলী, নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, এনামুল হক।  

টি-টোয়েন্টি দল : মাহমুদউল্লাহ (অধিনায়ক), লিটন দাস, এনামুল হক বিজয়, মুনিম শাহরিয়ার, সাকিব আল হাসান, আফিফ হোসেন, মেহেদী হাসান, ইয়াসির আলী, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, নাসুম আহমেদ, শহীদুল ইসলাম, নুরুল হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন।

বিপজ্জনক বোলিংয়ে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচের সেই ঘটনা মনে করিয়ে দিলেন আফ্রিদি

বর্তমান ক্রিকেটারদের আগ্রাসনের অভাব দেখছেন শোয়েব

আফগানদের বিদায়ে সেমিফাইনালে বাংলাদেশ-শ্রীলঙ্কা

প্রস্তাব পেলে কি বিসিবিতে কাজ করবেন শোয়েব আখতার

শোয়েব আখতার বলছেন, তাসকিন আমার রেকর্ড ভেঙে দিক

পিএসএল শুরুর দিনক্ষণ চূড়ান্ত, পেছাচ্ছে পাকিস্তানের বাংলাদেশ সফর

বন্ডাই বিচে হামলার পর অ্যাশেজে নিরাপত্তা নিয়ে শঙ্কিত অস্ট্রেলিয়া-ইংল্যান্ড

নেপালকে বিধ্বস্ত করে সেমির আরও কাছে বাংলাদেশ

ভারতকে গুঁড়িয়ে আইসিসির সেরা হারমার

সেমিফাইনালের পথে বাংলাদেশ