হোম > খেলা > ক্রিকেট

সেমিফাইনালে অনিশ্চিত পাকিস্তানের সেরা দুই ক্রিকেটার

দারুণ ছন্দ নিয়ে সেমিফাইনালে এসেছে পাকিস্তান। দলের প্রায় সবাই আছেন দারুণ ফর্মে। অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ চারের ম্যাচে সেই ছন্দ খানিকটা নষ্ট হতে পারে বাবর আজমদের। ম্যাচের আগে অসুস্থতায় ভুগছেন বিশ্বকাপে পাকিস্তানিদের অন্যতম সেরা দুই ব্যাটার মোহাম্মদ রিজওয়ান ও শোয়েব মালিক। 

গতকাল পাকিস্তানের অনুশীলনে দলের সঙ্গে ছিলেন না রিজওয়ান ও শোয়েব। জানা গেছে দুজনেই কাবু হয়েছেন সর্দি জ্বরে। জ্বর নিয়ে কাল অনুশীলনে আসার কথা থাকলেও পরে দলের চিকিৎসকের পরামর্শে অনুশীলন থেকে বিরত ছিলেন দুই ব্যাটার। 

ক্রিকইনফোর এক প্রতিবেদনে বলা হয়েছে ‘কোভিড-১৯’ পরীক্ষায় পাকিস্তানের সবাই নেগেটিভ হয়েছেন। রিজওয়ান-শোয়েবকে নিয়ে আপাতত সেই দুর্ভাবনা নেই। আজ  দুই ক্রিকেটারের শারীরিক অবস্থা পর্যালোচনার পর অস্ট্রেলিয়ার বিপক্ষে তারা খেলবেন কিনা সেই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়েছে প্রতিবেদনে। 

শেষ পর্যন্ত যদি রিজওয়ান-শোয়েবকে ছাড়া খেলতেই হয় সেই বিকল্পও ঠিক করা আছে পাকিস্তানের। রিজওয়ানের বিকল্প হিসেবে উইকেটের পেছনে দাঁড়াবেন সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদ। শোয়েব মালিকের জায়গায় খেলতে পারেন হায়দার আলী। 

বিপিএল তাহলে স্থগিত হচ্ছে

সরকার আমাদের টাকা দেয় না, বরং আমরাই সরকারকে ট্যাক্স দিই: মিরাজ

বিপিএলে সময়মতো হচ্ছে না রাজশাহী-সিলেট ম্যাচও

পরিচালক পদ থেকে কেন নাজমুলকে সরিয়ে দিতে পারেনি বিসিবি

নাজমুলকে অর্থ কমিটি থেকে সরিয়ে দিল বিসিবি

বিসিবি পরিচালক নাজমুল পদত্যাগ না করলে খেলবেনই না ক্রিকেটাররা

বিপিএলের ম্যাচ শুরু না হওয়ায় বিসিবির দুঃখপ্রকাশ

বিদেশি লিগে বেশি খেলতে পারবেন না আফগান ক্রিকেটাররা

ক্রিকেটারদের বিপিএল ‘বয়কট’, হচ্ছে না নোয়াখালী-চট্টগ্রামের ম্যাচ

ক্রিকেটারদের কাছে টাকা ফেরত চাওয়া পরিচালকের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে বিসিবি