টি-টোয়েন্টি ক্রিকেটে স্লো ওভার রেটের কারণে আগে ম্যাচশেষে নির্দিষ্ট দলকে শাস্তি পেতে হতো। কিন্তু এখন থেকে ম্যাচ চলাকালেই পেতে হবে শাস্তি। তবে জরিমানার বিষয়টি আগের মতোই থাকবে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)।
বিজ্ঞপ্তিতে আইসিসি জানিয়েছে, এখন থেকে টি-টোয়েন্টিতে ম্যাচ চলাকালে কোনো দল নির্ধারিত সময়ের মধ্যে ওভার সম্পন্ন করতে না পারলে কিংবা নির্ধারিত সময়ে ওভার শুরু না করলে শাস্তি পেতে হবে দলটিকে।
তবে এর আগে আম্পায়ার ফিল্ডিং দলের অধিনায়ককে বিষয়টি অবহিত করবেন। এরপরও এই ভুল হলে ইনিংসের বাকি সময় যে কয়জন ফিল্ডার ৩০ গজের বাইরে থাকার কথা, তার চেয়ে একজন ফিল্ডার কম রাখতে হবে। এতে বাড়তি সুবিধা পাবেন ব্যাটাররা। অবশ্য কোনো দলের ইনিংস ১০ বা তারও কম ওভারে সম্পন্ন হলে এই নিয়ম আর প্রযোজ্য হবে না।
আগামী ১৬ জানুয়ারি ওয়েস্ট ইন্ডিজ ও আয়ারল্যান্ডের টি-টোয়েন্টি দিয়ে এই নিয়ম কার্যকর হবে। মেয়েদের টি-টোয়েন্টিতেও একই নিয়ম প্রযোজ্য হবে। ১৮ জানুয়ারি দক্ষিণ আফ্রিকা নারী দল ও ওয়েস্ট ইন্ডিজ নারী দলের ম্যাচ থেকে এই নিয়ম চালু হবে।