হোম > খেলা > ক্রিকেট

৪৩ বছর পর বিরল রেকর্ডে খাজা 

টিভি চালু করলেই দেখা যেত এজবাস্টন টেস্টে ব্যাটিং করছেন উসমান খাজা। অ্যাশেজের প্রথম টেস্টের পাঁচ দিনের চিত্রটা ছিল এমনই। অস্ট্রেলিয়ার এই বাঁহাতি ব্যাটার নাম লিখিয়েছেন বিরল এক রেকর্ডের পাতায়।

এজবাস্টনে ১৬ জুন শুরু হয়েছে অ্যাশেজের প্রথম টেস্ট। প্রথম দিন ৭৮ ওভারে ৮ উইকেটে ৩৯৩ রান করে ইনিংস ঘোষণা করে ইংল্যান্ড। সেদিন অল্প সময়ের জন্য ব্যাটিংয়ে নামার সুযোগ হয় খাজার। এরপর দ্বিতীয় দিন তুলে নেন টেস্ট ক্যারিয়ারের ১৫তম সেঞ্চুরি। ১২৬ রানে অপরাজিত থেকে দ্বিতীয় দিন কাটিয়ে দিয়েছেন অস্ট্রেলিয়ার এই ওপেনার। তৃতীয় দিনে ১৪১ রানে আউট হয়েছেন তিনি। এরপর ইংল্যান্ডের দেওয়া ২৮১ রানের লক্ষ্যে চতুর্থ দিন খাজা শেষ করেছেন ৩৪ রানে। আর গতকাল শেষ দিনে ১৯৭ বলে ৬৫ রানের ইনিংস খেলে আউট হয়েছেন। ১৩তম ব্যাটার হিসেবে পাঁচ দিনের টেস্টের প্রতিদিনই ব্যাটিং করেছেন খাজা। আর অস্ট্রেলিয়ার দ্বিতীয় ব্যাটার হিসেবে করলেন এই কীর্তি। ১৯৮০ সালে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ দিন ব্যাটিং করেন কিম হিউজ।

খাজার কীর্তির দিনে এজবাস্টনে গতকাল ২ উইকেটের শ্বাসরুদ্ধকর জয় পেয়েছে অস্ট্রেলিয়া। অজিদের এই জয়ে ম্যাচ-সেরা হয়েছেন খাজা। অ্যাশেজের প্রথম টেস্টে ২০৬ রান করেছেন অস্ট্রেলিয়ার এই বাঁহাতি ব্যাটার।

ওসমান হাদির মৃত্যতে শোকাহত বিসিবি-বাফুফে

বাংলাদেশ-পাকিস্তান সেমিফাইনাল দেখবেন কোথায়

বিশ্বকাপে প্রস্তুতি ম্যাচে প্রতিপক্ষ কারা, জানাল বিসিবি

ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের আম্পায়ারদের কাছে ব্যাখ্যা চাইছেন স্টেইন

আম্পায়ারিং নিয়ে অসন্তুষ্ট ইংল্যান্ড, আইসিসির কাছে করবে নালিশ

হঠাৎ কেন চেয়ার ছুড়ে মারতে গিয়েছিলেন ম্যাকগ্রা

ইংল্যান্ডকে বড্ড বেকায়দায় ফেলেছে অস্ট্রেলিয়া

বিপিএলে লিটনদের কি টানা ম্যাচ খেলতে দেবে বিসিবি

পুরো আইপিএল খেলতে পারবেন না মোস্তাফিজ

জোড়া সেঞ্চুরিতে বাংলাদেশ ম্যাচের কথা মনে করাল নিউজিল্যান্ড