হোম > খেলা > ক্রিকেট

ইংল্যান্ডে বাংলাদেশি রবিনের ‘প্রথম’ সেঞ্চুরি, দীর্ঘদিন পর জিতল দল 

প্রতিযোগিতামূলক ক্রিকেটে রবিন জেমস দাস যে কখনো সেঞ্চুরি পাননি, তা নয়। প্রথম শ্রেণির ক্রিকেটে এরই মধ্যে তিনি সেঞ্চুরি পেয়েছেন। বাংলাদেশি বংশোদ্ভূত ক্রিকেটার এবার পেলেন লিস্ট ‘এ’ ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। ইংল্যান্ডে চলমান ওয়ানডে কাপে তাঁর দল অনেক দিন পর পেল জয়। 

রবিন ওয়ানডে কাপে খেলছেন এসেক্সের হয়ে। ট্রেন্ট ব্রিজে গত রাতে তিনি খেলেছেন নটিংহামশায়ারের বিপক্ষে। ২১৯ রান তাড়া করতে নেমে ৫.১ ওভারে ২ উইকেটে ২৯ রান হয়ে যায় এসেক্সের।  ওপেনিংয়ে নামা রবিন এমন পরিস্থিতিতে দলের হাল ধরেছেন। তৃতীয় উইকেট জুটিতে নোহা থেইনের সঙ্গে ২২৮ বলে ১৮৫ রানের জুটি গড়তে অবদান রেখেছেন রবিন।  লিস্ট  ‘এ’ ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি রবিন পূর্ণ করার পাশাপাশি এসেক্স পেয়ে যায় ৭ উইকেটের জয়। ১১৯ বলে ৯ চার ও ১ ছক্কায় ১০০ রান করে অপরাজিত থাকেন বাংলাদেশি বংশোদ্ভূত এই ক্রিকেটার। ৩৯ বল হাতে রেখে এই জয়ে চার ম্যাচ হারের পর জয়ের মুখ দেখল এসেক্স। 

৭ ম্যাচে ২ জয় ও ৫ হারে ৪ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের পয়েন্ট তালিকার সাতে এসেক্স। রবিনদের জয়ে নটিংহামশায়ারের কোয়ার্টার ফাইনালে ওঠার সম্ভাবনা সঙ্কুচিত হয়েছে।  ৭ ম্যাচে নটিংহামশায়ারের পয়েন্ট এখন ৬, তাদের নেট রানরেট ‍+০.৪৫৫। তাদের একমাত্র ম্যাচ পয়েন্ট তালিকার দুইয়ে থাকা ওয়ারউইকশায়ারের বিপক্ষে। রাগবি স্কুল গ্রাউন্ডে পরশু মুখোমুখি হবে নটিংহামশায়ার-ওয়ারউইকশায়ার। একই দিনে ব্রিস্টলে লেস্টারশায়ার খেলবে গ্লুচেস্টারশায়ারের বিপক্ষে। ‘বি’ গ্রুপের পয়েন্ট তালিকার প্রথম দুইয়ে রয়েছে লেস্টারশায়ার ও গ্লুচেস্টারশায়ার। 

রবিনের জন্ম ও বেড়ে ওঠা ইংল্যান্ডের লেটনস্টোনে। কিন্তু তাঁর শিকড় বাংলাদেশে। বাবার জন্ম বাংলাদেশের সুনামগঞ্জে। ২০ বছর বয়সী রবিন ব্রেন্টউড স্কুলে পড়াশোনা করেছেন। আর ক্রিকেট ক্যারিয়ার শুরু ইংল্যান্ডের কাউন্টি ক্লাব এসেক্সের বয়সভিত্তিক দল থেকে। ২০১৮ সালে এসেক্স অনূর্ধ্ব-১৬ দলের হয়ে ডাবল সেঞ্চুরি করেছিলেন এই বাঙালি। এসেক্স দ্বিতীয় একাদশের হয়েও খেলেছেন তিনি।

তাহলে কি বাংলাদেশ-ভারত ফাইনাল

হেডের সেঞ্চুরিতে বড় লিডের পথে অস্ট্রেলিয়া

কনওয়ের ডাবল সেঞ্চুরি, মাউন্ট মঙ্গানুইতে ব্যাটারদের দাপট

সবার আগে বিশ্বকাপের দল দিল পাকিস্তান

ওসমান হাদির মৃত্যুতে শোকাহত বিসিবি-বাফুফে

বাংলাদেশ-পাকিস্তান সেমিফাইনাল দেখবেন কোথায়

বিশ্বকাপে প্রস্তুতি ম্যাচে প্রতিপক্ষ কারা, জানাল বিসিবি

ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের আম্পায়ারদের কাছে ব্যাখ্যা চাইছেন স্টেইন

আম্পায়ারিং নিয়ে অসন্তুষ্ট ইংল্যান্ড, আইসিসির কাছে করবে নালিশ

হঠাৎ কেন চেয়ার ছুড়ে মারতে গিয়েছিলেন ম্যাকগ্রা