হোম > খেলা > ক্রিকেট

আবারও চোটে পড়ে ছিটকে গেলেন উইলিয়ামসন 

চোট যেন পিছু ছাড়ছে না কেন উইলিয়ামসনের। গতকাল হ্যামিল্টনে পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়ে নিউজিল্যান্ড অধিনায়ককে মাঠ ছাড়তে হয় ‘আহত অবসর’ হয়ে। সেই চোট আবারও মাঠের বাইরে পাঠিয়ে দিল উইলিয়ামসনকে। পাকিস্তানের বিপক্ষে সিরিজে আর খেলা হবে না তাঁর। আজ এমনটাই জানিয়েছেন কিউইদের কোচ গ্যারি স্টিড। 

নিজেদের মাটিতে পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেছে ব্ল্যাক ক্যাপরা। গতকাল দ্বিতীয় ম্যাচে ১৫ বলে ২৬ রান করেন উইলিয়ামসন। ডানেডিনে সিরিজের তৃতীয় ম্যাচে খেলা হবে না তাঁর। এমনকি তিন সপ্তাহেরও কম সময়ের পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে এই তারকা ব্যাটারকে না পাওয়ার সম্ভাবনায় বেশি কিউইদের। স্টিড জানিয়েছেন, পাকিস্তানের বিপক্ষে সিরিজের শেষ দুই ম্যাচেও হয়তো খেলা হবে না উইলিয়ামসনের। কিউইদের কোচ বলেছেন, ‘টেস্ট ম্যাচ (দক্ষিণ আফ্রিকা) দুটি খুব কাছাকাছি এবং আমাদের পরিকল্পনায় এর অগ্রাধিকার রয়েছে বলে মনে করি। আমরা চেষ্টা করব ও নিশ্চিত করব সে (উইলিয়ামসন) এর জন্য ঠিক আছে কিনা।’ 

স্টিড ইঙ্গিত দিয়েছেন, উইলিয়ামনসের পরিবর্তে পাকিস্তানের বিপক্ষে সিরিজে ব্যাটিং লাইন-আপে দেখা যেতে পারে টিম সেইফার্টকে। তবে উইকেটরক্ষক হিসেবে আগেই ডেভন কনওয়ের বিকল্প হিসেবে দলে আসার কথা ছিল তাঁর। 

চোটের কারণে লম্বা সময় মাঠের বাইরে থাকার পর উইলিয়ামসন গত ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে দলে ফিরেছিলেন। কিন্তু টুর্নামেন্টের মাঝপথে তাঁকে আবার মাঠের বাইরে চলে যেতে হয়। রাউন্ড রবিনে বাংলাদেশের বিপক্ষে হাতে চোট পেয়ে বেশ কয়েক ম্যাচ বেঞ্চে বসে থাকেন তিনি।

মিরাজ মানসিকভাবে শান্তিতে ছিল না, বলছেন সিলেটের কোচ

বাংলাদেশ ম্যাচের আড়াই বছর পর হ্যাটট্রিকের দেখা পেল আফগানিস্তান

‘ক্রিকেট অঙ্গনে সব সময় থাকে জুয়া, ক্রিকেট থেকে আড়ালে চলে যেতে চাই’

বাংলাদেশ ছাড়াই বিশ্বকাপ!

বিশ্বকাপ-ইস্যুতে লিটনদের সঙ্গে বসবেন ক্রীড়া উপদেষ্টা

ফাইনালে চট্টগ্রামকে পেল রাজশাহী

বিশ্বকাপ-ইস্যুতে রাতেই ক্রীড়া উপদেষ্টার সঙ্গে বসছে বিসিবি

রিশাদের লক্ষ্য এখন ‘ফাইনাল’

আইসিসির ভোটাভুটিতে মাত্র ২ ভোট পেয়েছে বাংলাদেশ

বাংলাদেশ না খেললেও বিশ্বকাপের সূচি বদলাবে না আইসিসি