রমেশ মেন্ডিসের বলটা ব্যাকওয়ার্ড পয়েন্টের দিকে ঠেলে রানের জন্য ছুটলেন মুশফিকুর রহিম। রানটা পূর্ণ হতেই বাঁধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়লেন এ অভিজ্ঞ ব্যাটার। পড়ারই কথা, টানা দ্বিতীয় সেঞ্চুরিটা যে ততক্ষণে পূর্ণ হয়ে গেছে। ২১৮ বল আর ৩১৫ মিনিটের অপেক্ষা শেষে টেস্ট ক্যারিয়ারের নবম সেঞ্চুরি পূর্ণ করেন মুশফিক।
চট্টগ্রামে প্রথম টেস্টে সেঞ্চুরি করে ২৭ মাসের সেঞ্চুরি-খরা কাটিয়েছিলেন মুশফিক। ড্র মেনে নেওয়ায় দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করা হয়নি বাংলাদেশের। এক টেস্ট পরেই অভিজাত সংস্করণে ক্যারিয়ারের নবম সেঞ্চুরি পেয়ে গেলেন মুশফিক।
প্রথম সেশনে দলের বিপর্যয়ের মুখে ব্যাটিংয়ে নেমেছিলেন মুশফিক। চট্টগ্রামের মতো ধৈর্যের চূড়ান্ত পরীক্ষা দিয়েছেন এখানেও। লাঞ্চের পর বাঁহাতি স্পিনার প্রবীণ জয়াবিক্রমাকে চার মেরে ফিফটি পূর্ণ করেন। প্রথম ফিফটি করতে ১১২ বল খেলেন। এক প্রান্তে মুশফিকের সঙ্গী লিটন দাস রানের চাকা সচল রাখেন দারুণভাবে। দেখেশুনে খেলার সুযোগটা তাই আরও ভালোভাবে পান মুশফিক।
বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা-সম্পর্কিত সবশেষ সংবাদ পেতে - এখানে ক্লিক করুন
২৪ রানে ৫ উইকেট হারানো বাংলাদেশকে ম্যাচে রাখেন মুশফিক-লিটন। মুশফিকের সেঞ্চুরি আসে দিনের শেষ সেশনে। ততক্ষণে ভালো একটা অবস্থায় দাঁড়িয়ে যায় বাংলাদেশ। এ প্রতিবেদন লেখার সময় বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেট হারিয়ে ২৪৯ রান।
মুশফিকুর রহিম সম্পর্কিত পড়ুন: