হোম > খেলা > ক্রিকেট

পাকিস্তানের কাটা ঘায়ে নুনের ছিটা দিলেন ভারতীয় ক্রিকেটার

ক্রীড়া ডেস্ক    

নিউজিল্যান্ড-ভারতের কাছে হেরে ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফির গ্রুপ পর্ব থেকেই ছিটকে গেছে পাকিস্তান। ছবি: ক্রিকইনফো

পাকিস্তান ক্রিকেট দল এক বাজে সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। চ্যাম্পিয়নস ট্রফির গ্রুপ পর্ব থেকে বাদ পড়ায় দলটিকে নিয়ে লাগাতার সমালোচনা চলছে। আর চিরপ্রতিদ্বন্দ্বীদের দুসময়ে মজা করার অভ্যাস তো হরভজন সিংয়ের এখনো যায়নি। ভারতের তারকা স্পিনার এবার পাকিস্তানের কাটা ঘায়ে দিয়েছেন নুনের ছিটা।

২০২৫ চ্যাম্পিয়নস ট্রফির সূচি প্রকাশের সময় ফাইনালের ভেন্যু হিসেবে লাহোরের পাশাপাশি দুবাইয়ের নামও উল্লেখ করেছিল আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। ভারতীয় ক্রিকেট দল পাকিস্তানে যেতে চাচ্ছে না দেখেই এভাবে সূচিটা করা হয়েছিল। অবশেষে গতকাল দুবাইয়ে প্রথম সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে ৪ উইকেটে হারিয়ে ভারত দূর করেছে অনিশ্চয়তা। টুর্নামেন্টের আয়োজক তাই পাকিস্তান হলেও ফাইনাল তাদের দেশে আয়োজন করা হচ্ছে না। ভারত ফাইনালের টিকিট কাটার পর নিজের অফিশিয়াল এক্স হ্যান্ডলে হরভজন হিন্দি ভাষায় একটি পোস্ট করেন। ভারতীয় স্পিনারের সেই লেখার অর্থ, ‘প্রথমে পাকিস্তান টুর্নামেন্ট থেকেই ছিটকে গেছে। এখন পাকিস্তান তো ফাইনালই আয়োজন করতে পারছে না।’

पहले
पाकिस्तान टूर्नामेंट से बाहर।
और अब
फाइनल पाकिस्तान से बाहर

— Harbhajan Turbanator (@harbhajan_singh) March 4, 2025
An error occurred while retrieving the Tweet. It might have been deleted.

আয়োজক পাকিস্তান হলেও চ্যাম্পিয়নস ট্রফি হচ্ছে হাইব্রিড মডেলে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে। গ্রুপ পর্বের তিন ম্যাচ, সেমিফাইনাল, ফাইনাল—ভারত তাদের পাঁচ ম্যাচের পাঁচটিই খেলছে দুবাইয়ে। টুর্নামেন্টের পাকিস্তান পর্ব তাই শেষ হচ্ছে আজ। লাহোরে এখন টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে লড়ছে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৯ ওভারে ১ উইকেটে ১১১ রান করেছে কিউইরা। রাচীন রবীন্দ্র ৫৫ বলে ৯ চারে ৬০ রান করে অপরাজিত। উইলিয়ামসন ২৭ রানে ব্যাটিং করছেন। আজকের ম্যাচের জয়ী দল ফাইনালে খেলবে ভারতের বিপক্ষে। রোববার দুবাইয়ে হবে ফাইনাল।

এক ভেন্যুতে সব ম্যাচ খেলায় ভারত বাড়তি সুবিধা পাচ্ছে দেখে সমালোচনার ঝড় উঠেছে। নাসের হুসেইন, মাইকেল আথারটনের মতো ধারাভাষ্যকারের পাশাপাশি দক্ষিণ আফ্রিকার রাসি ফন ডার ডাসেন ভারতকে নিয়ে করেছেন সমালোচনা। অস্ট্রেলিয়ার নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্সও এর সঙ্গে সুর মিলিয়েছিলেন। যদিও পরে সে কথা ফিরেয়ে নেন। গতকাল একই বিষয় এল ভারত-অস্ট্রেলিয়ার সেমিফাইনাল ম্যাচের পরও। টুর্নামেন্টে অস্ট্রেলিয়ার অধিনায়ক স্মিথ অবশ্য কৌশলে উত্তর দিয়েছেন। তাঁর মতে ভারত যোগ্য দল হিসেবেই ফাইনালে উঠেছে। আর ভারতের কাছে সেমিফাইনালে হারের ২৪ ঘণ্টা না পেরোতেই ওয়ানডে থেকে অবসর নিয়েছেন স্মিথ।

সুপার ওভার রোমাঞ্চে জিতল রাজশাহী

শামীমের ঝোড়ো ব্যাটিংয়েও জিততে পারল না ঢাকা

একঝাঁক স্পিনার নিয়ে বিশ্বকাপের দল ঘোষণা করল অস্ট্রেলিয়া

দেখে নিন নতুন বছরে ক্রিকেট-ফুটবলে বাংলাদেশের সূচি

রাষ্ট্রীয় শোকের পরিবেশে আতশবাজি-পটকা ফোটানো হচ্ছে কেন, তামিমের প্রশ্ন

আফগানিস্তান কি এবারও টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল খেলবে

বিপিএল থেকে কেন বাদ চট্টগ্রাম, ব্যাখ্যা দিল বিসিবি

সবুজসংকেত পেয়েও সাকিবের দেশে না ফেরার ব্যাখ্যায় বিসিবি যা বলছে

রুটের ঘাড়ে নিশ্বাস ফেলছেন ব্রুক

রশিদের নেতৃত্বেই বিশ্বকাপ খেলবে আফগানিস্তান, আরও যাঁরা আছেন