হোম > খেলা > ক্রিকেট

বাংলাদেশের পারফরম্যান্সেও পরিবর্তন চান তাসকিন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বৈষম্যবিরোধী আন্দোলনে সরকার পতনের পর এক সপ্তাহ হয়ে গেল। বাংলাদেশের অনেক কিছুতেই এসেছে পরিবর্তন। তাসকিন আহমেদের চাওয়া পরিবর্তনের এই হাওয়া যেন ক্রিকেটেও লাগে। 

টি-টোয়েন্টি বিশ্বকাপের পর পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে নামছে বাংলাদেশ।  অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর বাংলাদেশের এটা প্রথম কোনো আন্তর্জাতিক সিরিজ। টেস্ট খেলতে পাকিস্তানের উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে লাল গাড়িতে করে বাবার সঙ্গে ঢাকা বিমানবন্দরে এলেন তাসকিন। লাজুক স্বভাবের তাসকিন সংবাদ মাধ্যমের সঙ্গে অল্প সময়ই কথা বলেছেন। দেশের সর্বত্র পরিবর্তনের  ডাক, দেশের ক্রিকেটেও এমন শুরুর প্রত্যাশা—সাংবাদিকদের এমন কথার উত্তরে বাংলাদেশের তারকা পেসার বলেন,  ‘আল্লাহ ভরসা। ইনশা আল্লাহ। অবশ্যই আমরা চাই। আপনারাও দোয়া কইরেন। দেশের এই মুহূর্তে সবকিছু পরিবর্তন হচ্ছে। যাতে আমাদের পারফরম্যান্সও ভালো হয় এবং সবাইকে খুশি করতে পারি।’

সীমিত ওভারের ক্রিকেটে তাসকিন নিয়মিত হলেও টেস্টের একাদশে সেভাবে তাঁকে দেখা যাচ্ছে না। ক্রিকেটের রাজকীয় সংস্করণে সবশেষ তিনি খেলেছেন মিরপুরে ২০২৩-এর জুনে আফগানিস্তানের বিপক্ষে। ১৪ মাস পর যখন টেস্ট খেলতে নামছেন, তখন দোয়া চাইলেন বাংলাদেশের তারকা পেসার, ‘সবাই দোয়া কইরেন, আল্লাহ যেন সুস্থ রাখে। কারণ আপনারা যাঁরা ক্রিকেট অনুসরণ করেন, কাঁধের সমস্যার কারণে টেস্ট থেকে বিরতিতে ছিলাম। যাতে আমার কাঁধ ও শরীর ভালো থাকে এবং দেশকে যেন টেস্টে জেতাতে পারি এটাই।’ 

২১ আগস্ট রাওয়ালপিন্ডিতে শুরু হচ্ছে বাংলাদেশ-পাকিস্তান সিরিজের প্রথম টেস্ট। প্রথম টেস্টের পর বাংলাদেশ-পাকিস্তান দুই দলকেই রাওয়ালপিন্ডি ছাড়তে হবে। করাচিতে সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হচ্ছে ৩০ আগস্ট। এই টেস্ট দুটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত। টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৩-২৫ চক্রে ২৫ শতাংশ সাফল্যের হার নিয়ে পয়েন্ট টেবিলের আটে বাংলাদেশ। পাঁচে থাকা পাকিস্তানের সফলতার হার ৩৬.৬৭ শতাংশ। পয়েন্ট টেবিলের প্রথম দুইয়ে থাকা ভারত ও অস্ট্রেলিয়ার সফলতার হার ৬৮.৫২ শতাংশ ও ৬২.৫০ শতাংশ।

বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তনে রাজি হতে পারে আইসিসি, তবে...

রংপুর কি হ্যাটট্রিক হার এড়াতে পারবে

টেন্ডুলকারকে ছাড়িয়ে ২৮ হাজারে দ্রুততম কোহলি

আফগান বাপ-বেটার ঔজ্জ্বল্যে নোয়াখালীর জয়

ভারত-নিউজিল্যান্ড ম্যাচে বাংলাদেশি আম্পায়ার

শান্ত-ওয়াসিম ঝড়ে জয়ে ফিরল রাজশাহী

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ আয়োজন করতে প্রস্তুত পাকিস্তান

তাওহীদ হৃদয়ের ৩ রানের আক্ষেপ

জেমিমাকে উপহার দিলেন গাভাস্কার, রাখলেন প্রতিশ্রুতি

বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে লিটনদের