হোম > খেলা > ক্রিকেট

অনেক দিনের অপেক্ষা ফুরানোয় খুশি জ্যোতি 

অবশেষে এক দশকের অপেক্ষা ফুরাল বাংলাদেশের মেয়েদের। ঘরের মাটিতে ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবার খেলতে নেমে দুই জয় পেয়েছিল বাংলাদেশ। এরপর সংক্ষিপ্ত সংস্করণে আরও চার (২০১৬, ২০১৮, ২০২০ ও ২০২৩) বিশ্বকাপ খেলেও জয় অধরা ছিল তাঁদের। 

সেই অপেক্ষা আজ ঘুচল। ফুরিয়েছে ১০ বছরের অপেক্ষা। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে অভিষিক্ত স্কটল্যান্ডকে ১৬ রানে হারিয়েছেন বাংলাদেশ। এমন লম্বা সময়ের জয়ের পর বেশ খুশি নিগার সুলতানা জ্যোতি। ম্যাচ শেষে বাংলাদেশ অধিনায়ক বলেছেন, ‘এটার (জয়) জন্য আমরা অনেক দিন অপেক্ষা করেছি। এটা আমাদের জন্য এবং দলের সবার জন্য বিশাল কিছু।’ 

শারজায় আজ টসে জিতে ব্যাটিংয়ে নামা বাংলাদেশের হয়ে দ্বিতীয় উইকেটে ৪৪ বলে ৪২ রানের জুটি গড়েন ওপেনার সাথী রানী ও সোবহানা মোস্তারি। দুজনের প্রশংসা করে জ্যোতি বলেন, ‘এমন উইকেটে আপনার সেটা হওয়া প্রয়োজন ছিল। সাথী ও মোস্তারি সেটি করেছে।’ 

বাংলাদেশের মেয়েদের এবারের বিশ্বকাপও খেলার কথা ছিল ঘরের মাটিতে। তবে রাজনৈতিক অস্থিরতায় সেটি সরে গেছে আরব আমিরাতে। সেখানকার কন্ডিশনে খেলা নিয়ে জ্যোতি বলেন, ‘এখানের কন্ডিশন বেশ গরম এবং আমরা দুই রান নিতে প্রচুর দৌড়েছি। আশা করি, উইকেট এমনই থাকবে। আমরা ব্যাটিং অর্ডারে ভিন্ন কিছু করার চেষ্টা করেছি। তাজ এসেছে এবং কিছু বাউন্ডারি মারার চেষ্টা করেছে, কিন্তু দুর্ভাগ্যবশত সে আউট হয়ে গেছে।’ 

লম্বা অপেক্ষার পর এই জয়ে সতীর্থদের আনন্দ থেকে প্রেরণা খুঁজে পাচ্ছেন জ্যোতি। তিনি আরও বলেন, ‘আমরা মোমেন্টাম পেয়েছি। মেয়েদের খুশি ও হাসতে দেখা আমার জন্য অনেক বড় প্রেরণার।’

নিজেদের ইতিহাস নতুন করে লেখার সামনে এখন ওয়েস্ট ইন্ডিজ

নিলামের আগেই জানা গেল আইপিএলে কত ম্যাচ খেলবেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার

নতুন লিগ খেলতে আমিরাতে যাচ্ছেন মোস্তাফিজ

বিশ্বকাপের আগে দলে বেশি পরিবর্তন চান না লিটন

প্রথম দিনেই কি হার এড়ানোর বন্দোবস্ত করে ফেলল ইংল্যান্ড

পেইনকিলার নেওয়ার পরও শঙ্কায় ইংল্যান্ডের ক্রিকেটার

১ যুগের অপেক্ষা ঘুচিয়ে অস্ট্রেলিয়ায় রুটের প্রথম সেঞ্চুরি, বাকি রইল বাংলাদেশ

১৪ বছর পর ভারতের এই ঘরোয়া টুর্নামেন্টে খেলছেন রোহিত

ওয়াসিম আকরামকে পেছনে ফেলে সবার ওপরে স্টার্ক

অ্যাশেজে সৈকতের আম্পায়ারিংকে বাংলাদেশ ক্রিকেটের জন্য গৌরবের বলছেন ইমরুল